× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুসি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১১:৪২ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১২:৪৭ পিএম

ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে (সুসি) যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২৩ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের পাঠক্রম জোরদার এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়া আরও গভীর করতে এ কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দি এনভায়রনমেন্ট’। এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২২ জুন থেকে ২৫ জুলাই। প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে। কোর্সওয়ার্ক এবং শ্রেণিকক্ষের ক্রিয়াকলাপগুলোর সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করারও সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

  •   বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে;
  •   জলবায়ুসংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
  •   ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;
  •   বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;
  •   আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে;
  •   এ প্রোগ্রাম শেষ হওয়ার পর বাংলাদেশে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে;
  •   যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে;
  •   একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ;
  •   পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;
  •   যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না;
  •   বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য [email protected] ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন শেষ কবে

আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর। ওই দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

বিস্তারিত : https://bd.usembassy. gov/30557/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা