× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠকের লেখা

ওরা অভিশাপ দিয়ে যায়

সাধন সরকার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১২:২১ পিএম

সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়া অবলা প্রাণীরা কী অভিশাপ দিয়ে যায়?

সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়া অবলা প্রাণীরা কী অভিশাপ দিয়ে যায়?

চাকরির সুবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের শ্রীনগর ফেরিঘাট পয়েন্টের সড়ক পারাপার প্রতিদিনকার কাজ। 

গত মাসের ঘটনা। সময় সকাল ৯টা। প্রতিদিনকার মতো সড়ক পার হচ্ছি। অন্য পাশ থেকে একটি কুকুরও সড়ক পার হচ্ছে। দ্রুতগতিতে সড়কে চলছে গাড়ি। হঠাৎই ওই কুকুরকে পিষ্ট করে দিয়ে যায় ঢাকাগামী একটি বাস। মুহূর্তেই মারা গেল কুকুরটি। 

ঘটনার তিন দিন পর যথারীতি আবারও সড়ক পার হচ্ছি। সকাল সাড়ে ৮টা। তাকিয়ে দেখি একটি শিয়াল রাস্তার এক পাশে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম,  শিয়ালটি মরে শক্ত হয়ে আছে। পা ওপরের দিকে ছড়ানো। সড়কে এখনও ছোপ ছোপ রক্তের দাগ।  খোঁজ নিয়ে জানতে পারলাম- রাতে চলাচল করা কোনো পরিবহনের চাকার নিচে হয়তো পিষ্ট হয়েছে শিয়ালটি। যে দেশে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ চাকার নিচে পিষ্ট হয়, সে দেশে সড়কে অবলা প্রাণীর মৃত্যু নিয়ে ভাবনার সময় কোথায়! 

এমন ভয়াবহ ঘটনা আর ঘটবে না- এমনটা মনে করে প্রতিদিনের মতো শ্রীনগর ফেরিঘাট পয়েন্টের ওই সড়ক পার হই। কয়েকদিন পরে আরও একটি মর্মান্তিক ঘটনা দেখতে হলো। সকালে সড়ক পার হওয়ার সময় দেখি সড়কের ঠিক মাঝখানে একটি কুকুর পড়ে আছে। পুরো শরীর সড়কের সঙ্গে পিষে আছে। মনে হয় একটি গাড়ি তার ওপর দিয়ে যাওয়ার পর অন্য পরিবহনও তাকে চাপা দিয়েছে। স্থানীয় দুজন অটোচালককে দেখলাম মরা কুকুরটিকে সড়কের এক পাশে রেখে দিতে। স্থানীয় লোকজন জানাল- ভোরে অনেক কুয়াশা পড়েছিল। তখন দুর্ঘটনাটি ঘটতে পারে। 

শুধু পদ্মা সেতু সড়কে নয়, দেশের বিভিন্ন সড়কে গাড়ির চাকার নিচে অবলা প্রাণী মৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটছে। কত অবলা প্রাণী সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছে, তার কোনো পরিসংখ্যান নেই। গত এক মাসে পদ্মা সেতু সড়কের শুধু একটি পয়েন্টে অবলা প্রাণীর তিন-তিনটি জঘন্য মৃত্যু দেখলাম। জানি না বছরে এখানে কতটি প্রাণীর মৃত্যু ঘটে। প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে সড়কে।

সেই ধারণা থেকে বলা যায়, সড়কে প্রতিদিন গড়ে এর থেকে বেশি জীবজন্তু তথা অবলা প্রাণীর মৃত্যু হয়। কেননা মানুষ মরলে কমবেশি জানা যায়। কিন্তু অবলা প্রাণী সড়ক দুর্ঘটনায় মারা গেলে জানা যায় না। অবলা প্রাণীর  সহাবস্থান যত নিরাপদ হবে, এ পৃথিবী তত বেশি সুন্দর হবে। সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়া অবলা প্রাণীরা কী অভিশাপ দিয়ে যায়? এ প্রশ্নের উত্তর কারো কি জানা আছে? মনে হয় জানা নেই... 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা