× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুনতে কী পাও

দখলদারদের দৌরাত্ম্যে ধুঁকছে কপোতাক্ষ

রিপন হোসেন, যশোর

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১২:৩৬ পিএম

কপোতাক্ষ নদের বিভিন্ন অংশে জায়গা দখল করে নির্মিত হয়েছে বসতবাড়িসহ নানা স্থাপনা

কপোতাক্ষ নদের বিভিন্ন অংশে জায়গা দখল করে নির্মিত হয়েছে বসতবাড়িসহ নানা স্থাপনা

দখল, দূষণ, বালু উত্তোলন আর অপরিকল্পিত সেতু নির্মাণের ফলে মৃতপ্রায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত ঝিকরগাছার কপোতাক্ষ নদ। 

নদটির ওপর সেতু রয়েছে ১৬টি। এর মধ্যে ১৫টি নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নীতিমালা অনুযায়ী, কপোতাক্ষ নদ তৃতীয় শ্রেণির জলপথের আওতাভুক্ত। এ জলপথে নদনদীর ওপর নির্মিত সেতুর উচ্চতা হবে পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ২৫ ফুট। কপোতাক্ষের ওপর নির্মিত সেতুগুলোর উচ্চতা এর চেয়ে কম।

চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ৮১ বছরের বৃদ্ধ কওসার আলী বলেন, ‘একসময় কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ এসে ভিড়ত চৌগাছায়। ২০-২৫ বছর আগেও নদ দিয়ে ইঞ্জিনচালিত ও পালতোলা নৌকা চলত। নিচু করে সেতু নির্মাণের পর নদ দিয়ে নৌকা চলাচল করতে পারে না।’

যশোরের কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ বলেন, ‘নীতিমালা লঙ্ঘন করে কপোতাক্ষের ওপর নিচু সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর নিচ দিয়ে নদে কোনো নৌযান চলাচল করতে পারে না। অপরিকল্পিত সেতু নির্মাণ কপোতাক্ষ ভরাটের প্রক্রিয়া দ্রুততর করেছে। তবে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘সেতুগুলো আগেই নির্মাণ করা হয়েছে। এখন থেকে যে সেতুগুলো নির্মাণ করা হবে, সেগুলো বিআইডব্লিউটিএ’র অনুমোদন নিয়েই করা হবে।’

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের মাঝবরাবর দখল করে বাড়ি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি স্থানে। পাশাপাশি সারা নদে মাছ ধরার নামে রয়েছে ভেসাল, কোমর, চান্দা, নেটপাটাতন আটকানো। ছুটিপুর বাজারে সিরাজুল কমপ্লেক্স, ঝিকরগাছা বাজারের বোটঘাটে কফিল উদ্দীনের (সাবেক পৌর কাউন্সিলর) বাড়ি, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালিত মুহাম্মদিয়া নুরানি মাদ্রাসা ভবনের অংশবিশেষ, বাঁকড়াবাজারে মরহুম মাস্টার লোকমান আলী গংদের বাড়ি, মোসলেম আলী গংদের ভবন, ব্রিজের পুবপাশে গাজী আবদুস সাত্তার, গাজী কওছার আলী ও সিরাজুল ইসলামের স্থাপনা নদের ভেতর থেকেই গড়ে তোলা হয়েছে।

স্থাপনাকারীদের দাবি, তারা তাদের বৈধ সম্পত্তিতে ইমারত নির্মাণ করেছেন। কফিল উদ্দীন জানান, কেনা সম্পত্তিতে নির্মাণ করা হয়েছে তার বাড়ি। কপোতাক্ষ নদের কোনো জায়গা তিনি দখল করেননি। নদের বুকে তিন পাশ বেঁধে পুকুর তৈরি প্রসঙ্গে শরিফুল ইসলাম শরিফও (সাবেক পৌর কাউন্সিলর) দাবি করেন,  পৈতৃক ও কেনা সম্পত্তিতে পুকুর বানিয়েছেন। একই দাবি সরদার সাঈদ আহম্মদের। তিনি কপোতাক্ষ নদের এক ইঞ্চি জমিও দখল করে পুকুর বানাননি বলে জানান।

কপোতাক্ষ খননের নামে হাওয়ার মোড়, হাড়িয়াদেয়াড়া, মিশ্রিদেয়াড়া, কাটাখাল, শান্তিনগর ও ঝিকরগাছায় কপোতাক্ষ সেতুর নিচ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ঝিকরগাছা শাখার সভাপতি আবদুর রহিম বলেন, ‘দখলদাররা নদের ভেতরেই পুকুর তৈরি এমনকি বাড়ি-দোকানও নির্মাণ করেছেন। একাধিকবার এসব বিষয়ে বিভিন্ন দফতরে মৌখিক ও লিখিত অভিযোগ দেয়া হয়েছে।’ অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয় একাধিকবার কর্তৃপক্ষের নজরে দিলেও বন্ধ হয়নি বলে জানান তিনি।

ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ বলেন, ‘তিন স্থান থেকে উত্তোলনকৃত বালু বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড সেটি স্থগিত করেছে। কপোতাক্ষ খনন কর্তৃপক্ষ ড্রেজার বসিয়ে নিয়মতান্ত্রিক বালু উত্তোলন করছে। এর বাইরে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা