× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষায় ইউরোপে...

শাহিনা নদী

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৩:৫১ পিএম

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়

বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইউরোপের বিভিন্ন দেশ। কারণ সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। আজ থাকছে উচ্চশিক্ষায় ইউরোপের পাঁচ স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। লিখেছেন- শাহিনা নদী

অক্সফোর্ডে শতভাগ স্কলারশিপ

বিদেশে যারা পড়াশোনা করতে চান তাদের পছন্দের তালিকায় অন্যতম দেশ যুক্তরাজ্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়েছে ক্ল্যারেন্ডন স্কলারশিপ। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ক্ল্যারেন্ডন ২০০ ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগসুবিধা পান। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগসুবিধা

  • পড়াশোনায় সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তিতে।
  •  আবাসন সুবিধা।
  •  খণ্ডকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।
  •  এসবের পাশাপাশি ১৭ হাজার ৬৬৮ পাউন্ড মিলবে এ বৃত্তি পেলে।

আবেদনের যোগ্যতা

  •  স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  •  একাডেমিক ফল ভালো হতে হবে।
  •  যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  •  ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  •  আবেদনকারীকে পিএইচডি ও মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের জন্য আবেদন করলেই এ স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করেন, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। বিস্তারিত জানতে : www.ox.ac.uk/clarendon/ information-for-applicants/full-time

যুক্তরাষ্ট্রের কোটজেন স্কলারশিপ

যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠান সিমন্স ইউনিভার্সিটি। ম্যাসাচুসেটসে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় বেসরকারি। বিশ্ববিদ্যালয়টি বিনা খরচে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। ‘কোটজেন স্কলারশিপ’ নামে এ বৃত্তিতে বার্ষিক ৩ হাজার ডলার গবেষণা তহবিল আছে।

পোশাক প্রস্তুতকারক জন সিমন্স ১৮৯৯ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়টি পুনর্গঠন করা হয়। সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রমে নারীদের জন্য বিশেষ আন্ডারগ্র্যাজুয়েট কর্মসূচি ও স্নাতক পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম রয়েছে। আবেদনকারীদের ৮০ শতাংশের বেশি এ বৃত্তিতে সুযোগ পান। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে কোটজেন স্কলারশিপের জন্য আবেদন করা যাবে এ বছরের শেষ দিন পর্যন্ত (৩১ ডিসেম্বর)। কোর্স ফি, থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সব খরচ মিলবে এ বৃত্তি পেলে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে অধ্যয়ন ও গবেষণার জন্য ৩ হাজার ডলার পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য টোয়েফেল, আইইএলটিস, স্যাট বা এসিটি স্কোর হলেও চলবে। এসিটি স্কোর ২৮ ও স্যাট স্কোর ১৩০০-এর বেশি থাকতে হবে।
  • প্রার্থীর জিপিএ কমপক্ষে ৩ দশমিক ৩ থাকতে হবে।
  • শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ দেখাতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে। ৩ হাজার ডলার কীভাবে একাডেমিক কাজে ব্যবহার করবেন, সে বিষয়ে শিক্ষার্থীকে ২৫০ শব্দের মধ্য লিখে পাঠাতে হবে। বৃত্তির জন্য দুটি প্রবন্ধসহ জীবনবৃত্তান্ত, বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা gadm@simmons. edu. ইমেলে পাঠাতে হবে। বিস্তারিত : rb.gy/01dc2

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম

ফ্রান্স ইতোমধ্যে বিনা টিউশনে শিক্ষার জন্য পরিচিতি পেয়েছে। এ ছাড়া ফ্রেঞ্চ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ‘আইফেল এক্সিলেন্স স্কলারশিপ’ প্রোগ্রামের জন্য আবেদন করতে সহায়তা করে। ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতকোত্তর ও পিএইচডি করার জন্য বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক ফরাসি মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়। এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে বেসরকারি ও সরকারি খাতে নীতিনির্ধারকের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম মাসিক ভাতা, রিটার্ন ট্রিপ, সাংস্কৃতিক কার্যক্রম এবং স্বাস্থ্যবীমার খরচ কাভার করে। স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়নশীল দেশ থেকে ৩০ বছর পর্যন্ত এবং পিএইচডি প্রোগ্রামে উন্নয়নশীল ও শিল্পোন্নত থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আইফেল এক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence

ড্যাড স্কলারশিপ

জার্মানিতে ইংরেজি ভাষার প্রোগ্রামে ৪০০ থেকে ৭০০ ইউরোয় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়া যায়। জার্মান সরকারের অনুমোদনে দেশের সবচেয়ে বড় সংস্থা ড্যাড এশিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং পূর্ব ইউরোপের তরুণ ও পেশাদার শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে। ড্যাড কীভাবে কাজ করে এবং সেখানে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত : www2.daad.de/deutschland/ stipendium/datenbank/en/21148-scholarship-database/

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো ব্যবহারিক জ্ঞান ও গবেষণাধর্মী কাজের জন্য সেরা জায়গা। তাই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা নিমেষেই জার্মানিতে স্কলারশিপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। জার্মান ভাষায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে গ্যোটে ইনস্টিটিউট, ডিইউওর অনলাইন প্ল্যাটফর্ম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে সুযোগ আছে জার্মান ভাষা শিক্ষার। এ ছাড়া গ্যোটে ইনস্টিটিউটে ভাষা অনুশীলনের পাশাপাশি পাওয়া যাবে জার্মানিতে উচ্চশিক্ষার খুঁটিনাটি জানার জন্য নির্ভরযোগ্য কমিউনিটি। তা ছাড়া ড্যাডের অফিসিয়াল ওয়েবসাইট জার্মানিতে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য যথেষ্ট।

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ

২০১২ সাল পর্যন্ত বিনা টিউশন ফিতে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনার সুযোগ ছিল। এর পর থেকে সেখানে টিউশন ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে সুইডিশ ইনস্টিটিউট থেকে স্কলারশিপ পেলে কোনো ফান্ড ছাড়াই সুইডেনে পড়াশোনার সুযোগ রয়েছে। সুইডিশ ইনস্টিটিউট থেকে প্রদত্ত স্কলারশিপ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার ব্যয়, বীমা ও ভ্রমণ খরচ কাভার করে। ২০২৩ সালে সুইডিশ ইনস্টিটিউট প্রায় ৩৫০টি বৃত্তি দেবে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য পেতে si.se/en/apply/scholarships/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা