× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদের লাউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৭:৪৩ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

বাঙালির স্বাদের বড় সাধের লাউ। চচ্চড়ি থেকে ডেসার্ট, লাউয়ের মহিমা অপার। লাউয়ের চারটি সুস্বাদু রেসিপি নিয়ে দেখুন আজকের হেঁশেলে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মহিনি আহমেদ

লাউ বরফি

যা যা লাগবে : তরল দুধ আধা কাপ, গুঁড়া দুধ ১/৩ কাপ, লাউ (কুঁচি) ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, ফুড কালার আধা চা-চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ। 

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাউ ধুয়ে কুঁচি কুঁচি করে কেটে নিন। এখন মাওয়া তৈরি করে নিতে হবে। একটি পাত্রে লিকুইড দুধ এবং পাউডার দুধ দিয়ে নেড়েচেড়ে মাওয়া তৈরি করে নিন। এখন একটি পাত্রে ঘি দিয়ে কেটে রাখা লাউ দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিতে হবে। এরপর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিনি গলে গেলে ফুড কালার, এলাচগুঁড়া এবং তৈরি করে রাখা মাওয়া দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার একটি প্লেটে ঘি মাখিয়ে লাউয়ের মিশ্রণ ঢেলে সেট হতে দিন। একটু ঠান্ডা হলে ইচ্ছামতো আকৃতিতে কেটে বাদামকুঁচি দিন। ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। পরিবেশন করুন সুস্বাদু লাউ বরফি।


দুধ লাউ
যা যা লাগবে : লাউ ১টি (ছোট), চিনি ১ কাপ, দুধ ১ লিটার, ঘি ১ চা-চামচ, এলাচ ১টি, দারুচিনি ১টি, চালের গুঁড়া ২ চা-চামচ, পানি ২ কাপ, তেজপাতা ১টি, কিশমিশ ও বাদাম পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে লাউ অর্ধেকটা পরিমাণে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার কুঁচি করে কেটে নিতে হবে। একটি পাত্রে পানি গরম করে লাউ সিদ্ধ হতে দিন। সিদ্ধ হলে ভালো করে ছেকে পানি বের করে নিতে হবে। এবার একটি পাত্রে ঘি, এলাচ, তেজপাতা এবং সিদ্ধ করা লাউ একটু ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে দুধ এবং চিনি দিয়ে জ্বাল দিন। চিনি ভালো করে মিশে গেলে লাউ দিয়ে রান্না করতে হবে ২০-৩০ মিনিট। তারপর চালেরগুঁড়া পানিতে গুলিয়ে লাউ দুধের মধ্যে দিয়ে রান্না করতে হবে আরও ১৫ মিনিট। গাঢ় হয়ে এলে নামিয়ে কিশমিশ ও বাদাম দিয়ে পরিবেশন করুন সুস্বাদু দুধ লাউ।

বরই দিয়ে লাউ টক

যা যা লাগবে : লাউ ১টি (ছোট), বরই ২০-২৫টি, তেল ২ টেবিল চামচ, টমেটো ১টি, রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ ১টি, কাঁচা মরিচ ৬-৭টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা সামান্য ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাউ কেটে ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে বরই ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুঁচি হালকা বাদামি রঙ করে ভেজে নিন। এর মধ্যে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার লাউ ও লবণ দিয়ে আবার কষাতে হবে। কষানো হলে পানি দিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। একটু সিদ্ধ হলে বরইগুলো দিয়ে আবার ঢেকে রাখতে হবে। এখন টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।

লাউ পনির স্টু 

যা যা লাগবে : লাউ ১টি, পনির ২০০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ ১টি (বড়), মরিচগুঁড়া আধা চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাউ ধুয়ে কেটে নিন। এবার একটি পাত্রে তেল গরম করে পনির কেটে ভেজে তুলে রাখুন। একই পাত্রে পেঁয়াজকুঁচি, আস্ত জিরা ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিন। সামান্য পানি দিয়ে সব মসলা একে একে দিয়ে কষাতে হবে। এর মধ্যে কেটে রাখা লাউ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে ঢেকে রাখতে হবে ১৫-২০ মিনিট। লাউ সিদ্ধ হয়ে গলে এলে পনির দিতে হবে। আবার অল্প পরিমাণে পানি দিয়ে দুটি কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু লাউ পনির স্টু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা