মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম
গানের আসরে রানু সোম ও কাজী নজরুল ইসলাম ছবি: সংগৃহীত
১৯২৮ সালে কাজী নজরুল ইসলাম কলকাতা থেকে বেশ কিছুদিনের জন্য ঢাকায় এসেছিলেন। তখন কবি গান ও কবিতার বিভিন্ন আসরে মেতে থাকতেন। তার অন্যতম আড্ডাস্থল ছিল প্রতিভা বসুদের বাড়ি। প্রতিভা বসু সেসময় রানু সোম নামে পরিচিত। একবার তাদের ওয়ারীর বাড়ি থেকে ফেরার পথে নজরুল মহাবিপদে পড়লেন। সেদিন আসর ভাঙতে একটু দেরি হয়। অন্যরা যে-যার মতো বাড়ি ফিরে যান। নজরুল রাতের খাবার খেয়ে বের হয়েছিলেন বলে তার একটু দেরি হয়ে যায়। রাত বেশি হয়েছে দেখে রানুর বাবা গাড়ি ডাকতে চান। কিন্তু নজরুল তা আমলে না নিয়ে একাই রওনা হন। কবি বের হওয়ার পর রানুর মা তার বাবাকে জানান, পাশের বাড়ির লোকজনের আচরণ ভালো লাগেনি। তাদের একজন ছিল গুন্ডার সরদার। রানুর মায়ের কথা কিছুক্ষণ পরই সত্যি হলো। বাড়ির বাইরে হইহই আওয়াজ শুনতে পেয়ে রানুর বাবা দৌড়ে গিয়ে দেখেন নজরুল লাঠি হাতে ফিরে আসছেন। তিনি জানান, ঠাটারিবাজার মোড়ে পৌঁছানোর পর সাত-আটটি ছেলে লাঠি, হকিস্টিক দিয়ে আঘাত করে তাকে। আচমকা হামলায় প্রথমে বিহ্বল হয়ে পড়লেও, পরক্ষণেই একজনের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে বোঁ বোঁ করে ঘোরাতে শুরু করেন। বলতে থাকেন, কে আসবি আয়, কটা আসবি আয়। তার লাঠি ঘোরানো দেখে গুন্ডারা ভয়ে পালিয়ে যায়।