নাকিব নিজাম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৪ এএম
বছরজুড়েই বিভিন্ন দেশ থেকে দেওয়া হয় নানা বৃত্তি। কয়েক ধাপে চলে আবেদনের প্রক্রিয়া। কবে কোন বৃত্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, জানা থাকলে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়।
যুক্তরাষ্ট্র : বিল গেটস স্কলারশিপ
বিদেশি শিক্ষার্থীদের কাছে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য পছন্দের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী বৃত্তি নিয়ে এ দেশটিতে পড়তে যান। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যেমন গুগল, অ্যান্ড্রয়েড, অ্যাপল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেটা, এয়ারবাস, বোয়িং, ওয়ালমার্ট ও অ্যামাজন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ইন্টার্নশিপের মাধ্যমে অনেকেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যান। এ কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন। এক শিক্ষাবর্ষে ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীকে বিল গেটস স্কলারশিপ দেওয়া হয়। এ বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ সব ধরনের খরচ দেওয়া হয়।
বিস্তারিত জানতে : www.thegatesscholarship.org/scholarship
কানাডা : এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ
কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এ বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়। স্কলারশিপটি দেওয়া হয় কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আনুষ্ঠানিক সংস্থা ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএফএটিডি) থেকে উন্নয়নশীল কয়েকটি দেশের আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য, যেন তারা এক্সচেঞ্জ প্রোগ্রামে ফুল ফিন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে আসতে পারেন। এ দেশগুলোর মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়া থেকে আছে মাত্র তিনটি দেশ- বাংলাদেশ, নেপাল ও তাইওয়ান।
কারা আবেদন করতে পারবেন : বর্তমানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট কিংবা মাস্টার্সে পড়াশোনা করছেন, এমন যে-কেউ আবেদন করতে পারবেন। বিশেষত আন্ডারগ্র্যাজুয়েট যারা পড়ছেন, এটা তাদের জন্য সত্যিই একটা বড় সুযোগ। থিওরিটিক্যালি বাংলাদেশে পিএইচডি অধ্যয়নরত যে-কেউ এখানে আবেদন করতে পারেন। যেহেতু অধিকাংশ বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সে অধ্যয়নরত, তাই নিবন্ধটি শুধু তাদের ওপর ফোকাস করে লেখা। চার মাস বা এক সেমিস্টারের জন্য স্কলারশিপটি দেওয়া হবে।
সুবিধা : যারা এ বৃত্তির জন্য মনোনীত হবেন, তারা ১০ হাজার ২০০ কানাডিয়ান ডলার পাবেন চার মাসের জন্য। পুরোটা ট্যাক্স ফ্রি! ছয় মাসের রিসার্চের জন্য যে মাস্টার্সের শিক্ষার্থীরা আসবেন, তারা ১২ হাজার ৭০০ কানাডিয়ান ডলার পাবেন।
স্কলারশিপটির স্কিম অনুযায়ী শিক্ষার্থীর কোনো টিউশন ফি থাকবে না কানাডায় এই এক সেমিস্টার পড়ার জন্য। তাই এ টাকা দিয়ে মূলত ভিসা ফি, আসা–যাওয়ার প্লেনের টিকিট, থাকার খরচ, হেলথ ইনস্যুরেন্সসহ আনুষঙ্গিক সব খরচ বহন করা হবে।
বিস্তারিত : www.educanada.ca/ index.aspx?lang=eng
যুক্তরাজ্য : কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এ বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি
আবেদনের সময় : সেপ্টেম্বর-জানুয়ারি
বিস্তারিত জানতে cscuk.fcdo.gov.uk/apply/
ফ্রান্স : আইফেল এক্সেলেন্স বৃত্তি
এ বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর-জানুয়ারি
বিস্তারিত : www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
জার্মানি : ডিএএডি বৃত্তি
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডির আওতায়।
আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর-জানুয়ারি
বিস্তারিত : www.daad-bangladesh.org/en/