মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪১ পিএম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বেথুন বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি। স্কুলের কমিটিতে অনেক উচ্চপদস্থ সরকারি সাহেবও ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন এক পর্তুগিজ নারী। বিশেষ কোনো কারণে প্রতিষ্ঠানপ্রধান এক শিক্ষকের ওপর চটে ছিলেন। তাই তাকে বরখাস্তের জন্য কমিটিকে তিনি অনুরোধ করেন। শিক্ষকের অপরাধ তদন্তের ভার পড়ে বিদ্যাসাগরের ওপর। বিদ্যাসাগর তদন্ত শেষে দেখলেন সেই শিক্ষকের কোনো দোষ নেই। কমিটির বৈঠকে বিদ্যাসাগর বললেন, ‘শিক্ষক নিরপরাধ’। কিন্তু প্রধান শিক্ষকসহ কমিটির অধিকাংশ সদস্য ইউরোপীয়। তারা ভাবলেন, শিক্ষককে নির্দোষ বলে ছেড়ে দিলে প্রধান শিক্ষককে অপমান করা হবে। তাই তারা শিক্ষককে সাসপেন্ড করবেন স্থির করে বিদ্যাসাগরের মতামত জানতে চাইলেন। বিদ্যাসাগর হেসে বললেন, ‘আপনারা যদি ভাবেন কিছু বলিদান না করলে দেবী সন্তুষ্ট হবেন না, তবে তাই করুন।’ সাহেবরা বিদ্যাসাগরের রসিকতা বুঝতে পেরে সেই শিক্ষককে আর সাসপেন্ড করলেন না।