× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানা-অজানা

নদী চলে নিরবধি

তানিয়া আক্তার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৫ এএম

পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ

পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ

সভ্যতার বিকাশে নদীর অবদান অনস্বীকার্য। মানব শরীরের রক্তপ্রবাহের শিরা-উপশিরার যে কাজ, নদীগুলোও পৃথিবীর জন্য একই কাজ করে থাকে। নদী বিষয়ক নানা অজানা তথ্য জেনে নেয়া যাক... 


** নদীকে বলা হয় ‘সভ্যতার দোলনা’। পৃথিবীর প্রায় সব প্রধান সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীর তীর ঘিরে। যার মধ্যে রয়েছে মেসোপটেমিয়া, সিন্ধু, মিসরীয় ও চীনা সভ্যতা। 

** পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। ৬ হাজার ৬৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদটি আফ্রিকার ১১টি দেশজুড়ে প্রবাহিত। দেশগুলো হলো মিসর, তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কঙ্গো, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান ও সুদান। নীলনদ একমাত্র নদ, যা বিষুবরেখার দক্ষিণে শুরু হয়ে সাগরে মেশার আগে কর্কটক্রান্তি অতিক্রম করে।

** পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদের নাম অ্যামাজন। ৬ হাজার ৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের অ্যামাজন দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদ। পানি নিঃসরণের দিক থেকেও এটি পৃথিবীর বৃহত্তম নদ। এটি বিশ্বের প্রশস্ততম নদও। স্বাভাবিক অবস্থায় কোনো কোনো স্থানে এর প্রশস্ততা প্রায় ১১ কিলোমিটার। অ্যামাজন পেরুর আন্দিজ থেকে উৎপন্ন হয়ে বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

 পৃথিবীর প্রশস্ততম ও দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন

** এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী ইয়াংসি। পৃথিবীর তৃতীয় বৃহত্তম এ নদীটির দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। একটি দেশের মধ্যে সম্পূর্ণ প্রবাহিত নদীগুলোর মধ্যেও বৃহত্তম ইয়াংসি, যা চীনে অবস্থিত। এটি তিব্বত মালভূমির টাংগুলা পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে।

** ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ৩ হাজার ৫৩০ কিলোমিটার দৈর্ঘ্যের ভলগার পুরোটাই প্রায় রাশিয়াজুড়ে প্রবাহিত। নদীটি মধ্য রাশিয়ার ভেতর দিয়ে বয়ে গিয়ে কাস্পিয়ান সাগরে মিলিত হয়েছে।

** থিবীর গভীরতম নদী কঙ্গো। এটি জায়ার নদী নামেও পরিচিত। কোনো কোনো স্থানে এর গভীরতা ৭৫৫ ফুটের বেশি।

** বিশ্বের সবচেয়ে সুন্দরতম নদীর মধ্যে একটি ক্যানো ক্রিস্টালস। কলম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত এ নদীর বৈশিষ্ট্য এখানে পাঁচ রঙের পানির দেখা পাওয়া যায়। জুলাই থেকে নভেম্বরের শেষের দিকে নদীর পানি হলুদ, সবুজ, নীল, কালো এবং লাল রঙে রূপ নেয়। নদীর তলদেশে ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা নামক এক ধরনের জলজ উদ্ভিদের কারণে এমনটা হয়ে থাকে।

কলম্বিয়ার পাঁচ রঙের জলের নদী ক্যানো ক্রিস্টালস

 ** বিশ্বের দীর্ঘতম উপনদী ইরিটিশ, রাশিয়ার ওব নদীর একটি উপনদী। রাশিয়া, চীন ও কাজাখস্তান ছুঁয়ে যাওয়া নদীর উৎস মঙ্গোলিয়ার সীমান্তের কাছ থেকে।  

** পৃথিবীতে এমন ১৯টি সার্বভৌম রাষ্ট্র রয়েছে যেখানে কোনো নদী নেই। দেশগুলো হলো আফ্রিকা অঞ্চলের লিবিয়া, জিবুতি ও কমোরোস। এশিয়ার বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, ইয়েমেন ও মালদ্বীপ। ইউরোপের মাল্টা, মোনাকো ও ভ্যাটিকান সিটি। ওশেনিয়া অঞ্চলের কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, টোঙ্গা ও টুভালু।

** স্লোভেনিয়ার মার্টিন স্ট্রেল হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি দানিউব, মিসিসিপি, ইয়াংসি ও অ্যামাজন নদীর পুরো দৈর্ঘ্য সাঁতার কেটেছেন। স্ট্রেলের অ্যামাজন সাঁতারে পার হতে ৬৬ দিন লেগেছিল। এ সময় তিনি দৈনিক ১০ ঘণ্টা করে সাঁতার কেটেছেন।

মার্টিন স্ট্রেল

** মধ্য অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত ফিঙ্কে নদীকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম নদী। লেক আয়ার থেকে উৎপন্ন ৭৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটির আনুমানিক বয়স ৩০ থেকে ৩৪ কোটি বছর।

** থাইল্যান্ডের মেকং নদীতে বছরের নির্দিষ্ট সময়ে আগুনের শত শত গোলা উৎপন্ন হয়; যা ‘নাগা ফায়ারবলস’ নামে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, নদীর তলদেশে বাস করা পৌরাণিক সাপের নিঃশ্বাস থেকে এ আগুন উৎপন্ন হয়। বিজ্ঞানীদের ধারণা, এ ফায়ারবল নদীর তলদেশের মিথেনের বুদবুদ ছাড়া অন্য কিছু নয়।

পৃথিবীর প্রাচীনতম নদী ফিঙ্কে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা