× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়েদের নিয়ে বিনামূল্যে হাওর যাত্রার সুযোগ

আরফাতুন নাবিলা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেহুলা দ্য হাউজবোটে হতে যাচ্ছে এই আয়োজন     ছবি : বেহুলা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেহুলা দ্য হাউজবোটে হতে যাচ্ছে এই আয়োজন ছবি : বেহুলা

আমরা সন্তানরা যখন বড় হয়ে যাই, তখন বন্ধুদের নামে আমাদের প্রতিটি দিন উৎসর্গ করে দেই। কেউ কেউ হয়ত ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে পরিবারের দিকে মনোযোগ একদম কমে যায়। এই সময়ে আমরা যতটা ব্যস্ত হতে থাকি, ততটাই কে একা হতে থাকে জানেন? মা।

একবার পিছন ফিরে দেখুন তো, মাকে শেষ কবে সময় দিয়েছিলেন? কবে দূরে কোথাও ঘুরতে গিয়েছিলেন? মায়েদেরও তো ইচ্ছে হয় আপনার সাথে একটু সময় কাটাতে। চলুন না মা কে নিয়ে এবার একটু ঘুরে আসি হাওর থেকে। পরিবারের ব্যস্ততা থেকে কিছুটা সময় একটু আলাদা করে। এমনই একটি অভিনব হাওর যাত্রার আয়োজন করা হয়েছে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেহুলা দ্য হাউজবোটে হতে যাচ্ছে এই আয়োজন। 

যারা বাবা-মাকে নিয়ে হাওরে যেতে চান তাদের দায়িত্ব শুধু সুনামগঞ্জ পর্যন্ত তাদেরকে নিয়ে আসা। তাদের ট্রিপের সমস্ত খরচ কর্তৃপক্ষ বহন করবে। আপনাদের শুধু নিজের ফেয়ার (প্রতিজন ৫০০০ টাকা) দিয়ে ট্রিপে জয়েন করতে হবে। কারো যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে তাদের মা-বাবার বাস ভাড়াও তারা বহন করবেন।

এই ট্রিপে যা যা অন্তর্ভুক্ত থাকছে-  

  • সুনামগঞ্জ থেকে পিক আপ 
  • সাইটসিয়িং (টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার, শিমুলবাগান, বারিক্কাটিলা, যাদুকাটা নদী, টেকেরঘাট, শহীদ সিরাজ লেক/নীলাদ্রি লেক)
  • যাত্রাপথে পাড়ি দেয়া হবে শনির হাওর ও খরচার হাওর
  • এক রাত বেহুলায় থাকা 
  • ৫ বেলার মূল খাবার 
  • বিকেলে/সন্ধ্যায় স্ন্যাকস 
  • দ্বিতীয়দিন সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জে ড্রপ
যারা বাবা-মাকে নিয়ে হাওরে যেতে চান তাদের দায়িত্ব শুধু সুনামগঞ্জ পর্যন্ত তাদেরকে নিয়ে আসা  ছবি : বেহুলা

এই আয়োজনের একজন আয়োজক সিফাত শিকদার। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, চারদিকে যখন সবাই কীভাবে আরও লাভজনকভাবে ব্যবসা করা যায় তা নিয়ে ভাবছে, ঠিক সে সময় এমন একটি উদ্যোগ তিনি কেন নিলেন? এর উত্তরে তিনি বলেন, ‘আমি যখন হাওরে কাজ করা শুরু করি, তখন আম্মু আমার কাছে জানতে চাইতেন, নৌকায় মানুষ কীভাবে থাকে। নৌকাতে কি ধান পরিবহন করে? নৌকায় থাকতে অসুবিধা হয় না? আমিও আম্মুর প্রশ্নের উত্তর দিতাম। তবে খুব ইচ্ছা ছিল তাকে সশরীরে হাওরে নিয়ে যাব। নৌকায় আমার সাথে ঘুরাবো। কিন্তু অসুস্থতার কারণে আম্মুকে নিয়ে আমি ঘুরতে যেতে পারিনি। দুই বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। তার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেছে। আমার মায়ের মতো যদি অন্য কোনো মায়েরও আসতে ইচ্ছা হয় আর তিনি আর্থিক কারণে না পারেন? সেই ভাবনা থেকেই আমি চেয়েছিলাম মা বাবারা আসুক। আমাদের সাথে দুটো দিন কাটিয়ে যাক। এতে আমি কিছুটা হলেও স্বস্তি পাবো যে আম্মুর জন্য কিছু করতে পেরেছি।’

আমাদের চারপাশে সবাই কোনো না কোনোভাবে মানুষের কাছ থেকে আদায় করে নিতে চায়। সেখানে এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনাদের সবার অংশগ্রহণেই এমন একটি সুন্দর উদ্যোগ সফল হতে পারে। আপনি যাচ্ছেন তো, আপনার মা বাবাকে নিয়ে হাওরে? 

এই যাত্রায় অংশ নিতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে- সিফাত ০১৬৮০১৪৮৫২৪ , সমাপ্ত ০১৬৮০০৪১১৮৪, ফারাবি ০১৬৪৬৬৫৪৩৬৩, নিঝুম ০১৮৮৬৭৬৫৬৪৩, নাবিলা ০১৬৮২৭৪০০৮১ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা