গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০২ পিএম
পেলিক্যান পাখির ঠোঁটের নিচের বিশেষ থলি সবাইকে আকৃষ্ট করে। সেটি যখন প্রসারিত করে অনায়াসে একটা শিশুকে ওই থলিতে বসিয়ে রাখা যাবে। পেলিক্যানরা মাছ শিকারের সময় চঞ্চু থলিটি ঠেলাজালের মতো মেলে ধরে ঠেলতে থাকে। মাছ ওই থলিতে গিয়ে জমা হয়। একটা পেলিক্যান তার চঞ্চু থলিতে তিন গ্যালন
পানি বহন করতে পারে!