স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৭ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫০ এএম
‘পিনাট’ নামে এ মুরগির বয়স বর্তমানে ২১ বছরেরও বেশি
সাধারণত একটি মুরগির গড় আয়ু পাঁচ থেকে আট বছর। যদি শুনতে পান দুই দশকের বেশি সময় ধরে বেঁচে আছে একটি মুরগি, অবাক হবেন নিশ্চয়ই!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি খামারে একটি হলুদ ডোরাকাটা মুরগি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকার জন্য।
‘পিনাট’ নামে এ মুরগির বয়স বর্তমানে ২১ বছর ১৬৫ দিন। চলতি বছরের জানুয়ারিতে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ পিনাটকে এ স্বীকৃতি দিয়েছে।
মজার কথা হলো, পিনাট নামে এ মুরগিটির কিন্তু বেঁচে থাকারই কথা ছিল না। ২০ বছর আগে পিনাটের মা এক ঝুড়ি ডিমে তা দেয়। কোনো কারণে ডিমগুলো পচে যায়।
খামার ও মুরগির মালিক ষাটোর্ধ্ব মারসি পার্কার ডারউইন। ডিমগুলো ফেলে দেওয়ার সময় একটি ছোট বাচ্চার ডাক শুনতে পান। খেয়াল করে দেখেন, একটি ডিম থেকে ছোট্ট ছানা আওয়াজ করছে। তিনি তৎক্ষণাৎ ডিম থেকে বাচ্চাটি বের করে আনেন।
গড়নে অনেক ছোট ছিল বলে তার নাম দেন পিনাট। এ মুরগিই যে এত বছর ধরে বাঁচবে আর সুস্থশরীরে দিব্যি টিকে থাকবে, তা কে ভেবেছিল।