আইন-আদালত
দিলরুবা শরমিন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম
পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন
প্রশ্ন : আমি দ্বিতীয় বিয়ে করেছি। আগের পক্ষে একটি মেয়ে আছে। মেয়েকে নিয়ে বিদেশ যেতে চাই। আমার দ্বিতীয় স্বামী বিদেশে থাকেন। আমার প্রথম স্বামী মেয়েকে যেতে দিচ্ছেন না। মেয়ের অভিভাবকত্ব পেতে আমি কী করব?
-যোবাইদা, মিরপুর, ঢাকা
উত্তর : আপনাকে পারিবারিক আদালতে নাবালিকা কন্যাশিশুর কাস্টডি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্টে মামলা করতে হবে।
আমাদের দেশে সন্তানের জিম্মা ও অভিভাবকত্ব নিয়ে বিরোধসংক্রান্ত মৌলিক (Substantive) ও পদ্ধতিগত (Procedural) আইনসমূহ হলো- মুসলিম আইন (Traditional Muslim Law), অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ (The Guardians and Wards Act 1890) এবং পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৮৫ (The Family Courts Ordinance 1985)। সন্তানের জিম্মা ও অভিভাবকত্বের মামলা যদিও পারিবারিক আদালত কর্তৃক বিচার্য, বিচারপ্রার্থীরা কিছু ক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(খ)(অ) অনুযায়ী রিট মামলা দায়ের করেও প্রতিকার লাভ করেন।
নাবালিকা কন্যাসন্তান যদিও পিউবার্টি পর্যন্ত মায়ের জিম্মায় থাকার কথা তবে আইনত বাবা লিগ্যাল গার্ডিয়ান হওয়ায় তার মতামতের মূল্য আছে।
তাই বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোর্টের আদেশ নিতে হবে। মেয়ের বাবাকে অবগত ও সম্মত করাতে হবে। আইনত সন্তানের সর্বোত্তম মঙ্গলই বিবেচনা করে থাকেন আদালত।