× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

ভাসমান দ্বীপ যখন চিন্তার কারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৪ পিএম

ভাসমান দ্বীপ  যখন চিন্তার কারণ

প্রাকৃতিক বিস্ময়ের নানা বস্তু ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে। তেমনি এক বিস্ময় ভাসমান দ্বীপ। বিশ্বের বিভিন্ন অঞ্চেলে সাগর বা বড় লেকে এই ভাসমান দ্বীপের দেখা মেলে।

কখনও কখনও এই দ্বীপগুলো হয়ে যায় সাধারণের চিন্তার কারণ। যেমন আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের লেক চিপ্পেওয়ায় অবস্থিত একটি ভাসমান দ্বীপ বছরের নির্দিষ্ট সময়ে স্থানীয়দের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

প্রায় ৪০ একর জায়গা নিয়ে ভাসমান লেকটি গড়ে ওঠে ১৯২৩ সালে উইসকনসিনের এক বন্যার কারণে। সে সময় আকারে ছোট হলেও পরবর্তী সময়ে পলি ও মৃত গাছপালার সমন্বয়ে এটি বিশাল আকার ধারণ করে। এবং বছরের পর বছর দ্বীপটিতে ঘাস ও বিভিন্ন গাছ জন্মে নান্দনিক রূপ ধারণ করেছে।

সমস্যা হলো, বছরের নির্দিষ্ট সময়ে বাতাসের কারণে দ্বীপটি লোকালয়ের কাছাকাছি চলে আসে। লেক চিপ্পেওয়ার নিকটবর্তী ব্যস্ত রাস্তা এবং ব্রিজ আটকে ফেলে চলাচলে সমস্যা তৈরি করে। এই সমস্যা সমাধানে স্থানীয় নৌকাচালকরা একজোট হয়ে কাজও করেন।

১২ থেকে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা একত্রিত হয়ে ভাসমান দ্বীপটিকে দূরে ঢেলে দিয়ে আসে। বিগত এক যুগ থেকে প্রতি বছরই এমনটা ঘটে থাকে। আর স্থানীয়রা একাট্টা হয়ে দ্বীপটিকে দূরে সরিয়ে দিয়ে থাকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা