স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮ পিএম
প্রিয় শিল্পীর কনসার্ট দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। কিন্তু কোনো কুকুরের ক্ষেত্রে যদি এমনটা ঘটে, অবাক হওয়ারই কথা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকার কনসার্ট দেখতে বাড়ি থেকে পালিয়ে খবরের শিরোনাম হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি গৃহপালিত কুকুর।
জার্মান শেফার্ড এই কুকুরের নাম স্টর্ম। মেটালিকা তাদের টুইটার হ্যান্ডেলে কুকুরটির একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘স্টর্ম দারুণ এই কনসার্ট দেখা শেষ করে আবার ফিরে গেছে তার পরিবারের কাছে!’ ছবিতে দেখা যায়, সংগীতপ্রিয় কুকুরটি অনেক মানুষের ভিড়ে একটি খালি চেয়ারে বসে মেটালিকার গান শুনছে।
২৫ আগস্ট সকাল থেকেই স্টর্মের মালিক ক্যাথি ভিলা এবং অ্যারিবেথ হুর্তাডো দম্পতি তাদের প্রিয় কুকুরটিকে ঘরের কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর এই খবর পান। সংবাদমাধ্যমে তারা বলেন, ‘এই সংবাদে আমরা বেশ অবাক হয়েছিলাম। কীভাবে সে নিরাপত্তা প্রহরী এবং গেট সবকিছু অতিক্রম করল। আমাদের মনে হয়েছে ভিড়ের মধ্যেই কোনোভাবে সে কনসার্টে প্রবেশ করেছে। বাসায়ও আমরা উচ্চ স্বরে গান শুনি। স্টর্মও গান শুনতে ভালোবাসে। কিন্তু কনসার্টে চলে যাওয়া সত্যিই অবাক করার মতো ঘটনা।’