ফারুক নওয়াজ-এর ছড়া
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম
অলংকরণ : অর্নিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কদমফুলের সুবাস মাখা ঝিমির ঝিমির বর্ষা
শেষ হয়ে যায় শ্রাবণ তবু হয় না আকাশ ফর্সা।
উপচে পড়া মেঘের আকাশ বাইরে যাওয়া বন্ধ—
এমন সময় হঠাৎ পেলে শিউলি ফুলের গন্ধ।
মনকাড়া এই সুবাস পেলেই ভাববে শরৎ আসছে...
জানলা দিয়ে দেখবে দূরে কাশের গোছা হাসছে।...
শরৎ মানেই কাশশিউলি হাজার ফুলের কিচ্ছে...
শিশিরভোরে পা ভিজিয়ে হাঁটতে হবে ইচ্ছে...
মাঠ পেরুলেই দেখতে পাবে কাজলাদিঘির মধ্যে...
নাচছে ফড়িং সদ্যফোটা পাপড়ি মেলা পদ্মে।
শরৎ মানেই শাপলা-শালুক-জলকুমুদীর গল্প
জারুল-কেয়ার সুবাস পাবে বৃষ্টি হলেই অল্প।
রোদের নাচন মেঘের ছায়া হঠাৎ মিহিন বৃষ্টি—
জুঁই-মাধবীর মিষ্টি সুবাস— কী অপরূপ সৃষ্টি।
শরৎ মানেই মেঘের আকাশ ফুলশিশিরের পদ্য...
ঝিঙের মাচায় ফিঙের নাচন দৃশ্য অনবদ্য।
শরৎ মানে মনহারানো— থোড়াই কেয়ার ঘর-ঘুম...
নয়নতারা দোলনচাঁপা মল্লিকাদের মরসুম।
রঙের বাহার মেঘের আকাশ বৃষ্টি-রোদের সখ্য...
রঙধনুকে হঠাৎ রঙিন নীল আকাশের বক্ষ।...
শেষশাওনের নিঝর যখন যায় রেখে তার রেশটা...
ঠিক তখনি শরৎ এসে দেয় সাজিয়ে দেশটা।
উড়ির চরে ঘুড়ির মেলা যায় হারিয়ে মনটা...
শরৎ মানেই ডুডুম ডুডুম; দুর্গাপূজার ঘণ্টা।