আফিয়া তাহসিন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৩:১১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৩:২২ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এক বনে অনেক ভালুক ছিল। সব ভালুকের গায়ের রঙ ছিল সাদা। শুধু একটি ভালুকের রঙ নীল। গায়ের রঙ নীল হওয়ায় অন্য ভালুকগুলো নীল ভালুককে একটুও দেখতে পারত না। তারা নীল ভালুকের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত। তাকে নিয়ে হাসিঠাট্টা করত। নীল ভালুক যখন কোনো কিছু শিকার করত, তা সাদা ভালুকদের সঙ্গে ভাগ করে খেত। কিন্তু সাদা ভালুকগুলো কোনো কিছু শিকার করলে নীল ভালুককে ভাগ দিত না। সাদা ভালুকদের এমন আচরণে নীল ভালুকের খারাপ লাগত।
একদিন কিছু সাদা ভালুক বনের একটি পাহাড়ের ওপর বসে গল্প করছিল। কেউ বলছিল, নীল ভালুক দেখতে অনেক কুৎসিত। কেউ বা বলছিল, নীল ভালুক আসলে ভালুকের জাতেই পড়ে না। এসব গল্প করতে করতে হঠাৎ এক বাচ্চা ভালুকের চিৎকার তাদের কানে এলো। যেদিক থেকে চিৎকারটি আসছিল ওদিকে ওরা ছুটে যায়। কয়েকটি জংলি কুকুর একটি বাচ্চা ভালুককে আক্রমণ করছে। নীল ভালুক তাড়াতাড়ি ছুটে এসে ওই কুকুরদের তাড়িয়ে দিয়ে বাচ্চা ভালুকটিকে বাঁচায়। এর মধ্যে বাচ্চা ভালুকটির মা এলো। সে ভাবে, নীল ভালুকটিই তার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিল। তাই মা ভালুকটি নীল ভালুকের সঙ্গে আবারও অনেক দুর্ব্যবহার করে। নীল ভালুককে বলে, সে যেন তার বাচ্চার কাছে না আসে।
বাচ্চা ভালুকটি সবই জানত, তার মন খারাপ হয় নীল ভালুকের জন্য। তাই রাতের বেলায় সে নীল ভালুকের জন্য চুপিচুপি খাবার নিয়ে যায়। নীল ভালুককে খাবারগুলো দিয়ে সে ধন্যবাদ জানায়। তারপর দুজন খেতে খেতে অনেক গল্প করে। এভাবে তাদের মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ওরা প্রায়ই গল্প করত। মাঝেমধ্যে বাচ্চা ভালুকটি যখন খেলত, নীল ভালুকটিও তার সঙ্গে খেলত।
একদিন বাচ্চা ভালুকটি তার মা ভালুককে বলে দেয় সেদিন আসলে কী হয়েছিল! মা ভালুক এবং আর সব ভালুক তখন বুঝতে পারল, নীল ভালুকটি আসলে খারাপ না। ওদিকে নীল ভালুক বনের এক প্রান্তে বসে আছে। সে তিন দিন থেকে কোনো শিকার করতে পারেনি। তার খুব খিদে পেয়েছে।
বনের সব সাদা আর বাচ্চা ভালুক নীল ভালুককে খুঁজছিল। বাচ্চা ভালুকটি নীল ভালুককে দেখতে পায় এবং তার কাছে আসে। বাচ্চা ভালুকটি নীল ভালুকের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ‘তুমি কোথায় ছিলে? আমার দম ফুরিয়ে গেল তোমাকে খুঁজতে গিয়ে।’ নীল ভালুক দেখে বাচ্চা ভালুকের পেছনে বনের সাদা ভালুকগুলো আসছে। তখন নীল ভালুক বাচ্চা ভালুককে বলে, ‘তুমি চলে যাও। আমার জন্য তোমাকে আবার কষ্ট পেতে হবে।’ বাচ্চা ভালুকটি শুধু হাসে। নীল ভালুক কিছুই বুঝতে পারে না। বনের সব সাদা ভালুক নীল ভালুকের কাছে এসে তখন সব খুলে বলে এবং ক্ষমা চায়। নীল ভালুকের মন ছিল অনেক বড়। তাই সে সাদা ভালুকদের ক্ষমা করে দেয়।
তার পর থেকে ওই জঙ্গলে সাদা ভালুকগুলোর সবচেয়ে প্রিয় নীল ভালুক।
অষ্টম শ্রেণি, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়