মোহাম্মদ শাহ আলম
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৩:০১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৫০ পিএম
অলংকরণ: জয়ন্ত সরকার
ফুলের সাথে হয় কি তোমার দেখা
হয় কি শোনা পাখির কলরব
প্রজাপতির পাখনা মেলে ওড়া
গাছের পাতায় আলোর নাচন সব?
হয় কি জানা লজ্জাবতীর পাতা
ছুঁলেই কেন ঘোমটা টেনে লুকোয়
স্নানের শেষে কেমন করে কাক
মাঘের রোদে পাখনা দুটো শুকোয়?
হয় কি দেখা মেঘনা নদীর বাঁকে
উজান চলে খলশে পুঁটি রুই
কেমন করে নকশিকাঁথার গা
সাজিয়ে তোলে লিকলিকে এক সুঁই?
এমনতর হাজার কোটি ‘অবাক’
না হয় যদি দেখা দুচোখ মেলে
কেমনতর স্বাধীন তুমি বলো
বন্দি যখন নিজের গড়া জেলে?