শেখ সালাহ্উদ্দীন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৫০ পিএম
অলংকরণ: জয়ন্ত সরকার
আমায় ডেকে বলল সবুজ বন-
বিষাদমাখা কেন তোমার মন?
দুঃখ মোছো তোমার হৃদয় থেকে
নাও দুচোখে বনের সবুজ মেখে।
বলল আমায় ফসলভরা মাঠ-
কাছে এসো, নাও জীবনের পাঠ
ফসল-ঘ্রাণে নাও না ভরে মন
দুঃখ কিছু থাকবে কি তখন?
মধুমতী বলল আমায় ডেকে-
মিছেমিছি লাভ কী দূরে থেকে?
কুণ্ঠা ভুলে আরও কাছে আসো
জলে নামো, ঢেউয়ের সাথে হাসো।
বলল আকাশ, কল্পনাতে
হারাও আমার বুকে
বিজলি বাদল মেঘ হয়েও
থাকবে অনেক সুখে।
ভোরের আলো নিঝুম ছায়া
মেঠো পথের ধুলো
বলল পাখি প্রজাপতি
ভ্রমর ফড়িং ফুলও-
দুঃখ দিয়ে যায় না আঁকা
মনের মতো ছবি
সুখের রঙে নতুন করে
পদ্য লেখ কবি।