লেখা ও আঁকা: মেহজাবীন আহসান মেঘ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১২:৫১ পিএম
অনেক দিন আগের কথা। ছোট একটি লাল পাখি বড় বনে মায়ের সঙ্গে বাস করত। ওরা বাসা বেঁধেছিল ছোট একটি গাছে। একদিন ওর মা ওকে বলল, ‘তুমি এখন বড় হয়েছ। তুমি নিজের একটি বাসা বানাও যেখানে তুমি একা থাকবে।’ কারণ ছোট লাল পাখিটি উড়তে শিখে গিয়েছিল। পাখিটি তার মাকে জড়িয়ে ধরল, বিদায় জানিয়ে উড়ে চলে গেল। একটি বড় গাছে সে তার বাসা বানাল। কয়েক দিন পর খুব বড় একটা ঝড় হলো সেই জঙ্গলে। সেই বড় গাছটি ঝড়ে টিকতে না পেরে পড়ে গেল। পাখিটি কোনোমতে সেখান থেকে উড়ে গিয়ে প্রাণ বাঁচাল। পাখিটি উড়ে আশ্রয় নিল রুবিনাদের বাসার বারান্দায়। রুবিনা সেই ছোট লাল পাখিটি দেখে বাসার ভেতরে নিয়ে এলো। রুবিনার বাবা পাখিটি দেখে খুব খুশি হলেন। কিন্তু রুবিনার মা পাখিটি দেখে ভয় পেলেন। রুবিনা পাখিটির নাম দিল টুকটুকি। পাখিটির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। তারা একসঙ্গে খেলা করতে শুরু করল। রুবিনার মারও পাখিটির প্রতি ভয় কেটে গেল। পাখিটি তার নতুন বাসা পেয়ে খুব খুশি হলো।
দ্বিতীয় শ্রেণি, গ্রীন আর্ট স্কুল, ঢাকা