মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৩২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১২:৪৮ পিএম
চিকিৎসাবিজ্ঞানে ‘ফোবিয়া’ বা ‘আতঙ্ক’ বলে একটা কথা আছে। এ আতঙ্ক বিজ্ঞানীদের ভেতরও কাজ করে। অথচ তাদের কাজই হলো মানুষের জীবন কীভাবে নিরাপদ ও উন্নত করা যায় সে পথ খোঁজা। বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। সেই তিনিই কি না জীবাণু-আতঙ্কে ভুগতেন! কারণ তিনি ভালো করেই জানতেন কোথায় কোথায় সবচেয়ে বেশি জীবাণু থাকে। এ জানাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি মনের চোখে দেখতেন চারদিকে জীবাণুরা কীভাবে ‘হাউ হাউ’ করে। পাস্তুর জানতেন মানুষের হাত হলো জীবাণুর ডিপো। তাই কারও সঙ্গে হ্যান্ডশেক করতে চাইতেন না।
একদিন পাস্তুর এক অভাবনীয় কাণ্ড করে বসলেন। সরকারের এক বড় কর্মকর্তা এলেন তাঁর বাড়িতে। তিনি খুশি হয়ে বেমালুম ভুলে গেলেন জীবাণুর কথা। হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন আগত কর্মকর্তার দিকে। হ্যান্ডশেক করার পরই মনে পড়ল জীবাণুর কথা। সবর্নাশ! এক দৌড়ে চলে গেলেন সাবান দিয়ে হাত ধুতে। আগত ব্যক্তিটি তো একেবারে থ!