× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

দুটো কারণে স্ক্রিপ্ট পরিবর্তন করা যাবে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:১৩ পিএম

দুটো কারণে স্ক্রিপ্ট পরিবর্তন করা যাবে না

সত্যজিৎ রায় ‘পথের পাঁচালী’ উপন্যাস নিয়ে ছবি বানাবেন। তার বন্ধু-বান্ধবরা বললেন, এত খরচ তুমি কুলাতে পারবে না; বরং মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা কর। সাতপাঁচ ভেবে সত্যজিৎ রায় একদিন গেলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের কাছে। যদি কিছু অনুদান পাওয়া যায় মন্দ কী। 

মুখ্যমন্ত্রী সত্যজিৎকে বিশেষ স্নেহ করতেন। তাকে আশ্বাস দিলেন। তারপর সংশ্লিষ্ট লোকজনদের ডেকে বলে দিলেন, ‘ দেখ কী করা যায়।’ সংশ্লিষ্টরা ছবির স্ক্রিপ্ট রেখে যেতে বললেন, তারা পড়ে দেখবেন। সপ্তাহখানেক পর এলে একটা কিছু হবে। সপ্তাহখানেক পর সত্যজিৎ রায় মন্ত্রণালয়ে গেলেন। মন্ত্রণালয়ের লোকজন বললেন, ‘ দেখুন কাহিনীতে তো দেখছি শুধু দারিদ্র্য আর দারিদ্র্য। কিন্তু আমরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন দারিদ্র্য বিমোচন ধরনের নানা উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছি। কাজেই লেখককে বলুন, দারিদ্র্য বিমোচন ধরনের কিছু কর্মকাণ্ড কাহিনীতে তুলে ধরতে... তবেই অনুদান দেওয়া সম্ভব হবে।’ সত্যজিৎ হেসে বললেন, দুটো কারণে এটা করা যাবে না। মন্ত্রণালয়ের লোকজন কারণ জানতে চাইলেন। সত্যজিৎ বললেন, এক নম্বর কারণ হচ্ছে ‘পথের পাঁচালী’ একটি বিখ্যাত চিরায়ত উপন্যাস। তাই এখানে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় কারণ- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেঁচে নেই!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা