× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে পোষ্যের খাওয়া ও যত্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৩:০৪ পিএম

গরমে পোষ্যের  খাওয়া ও যত্ন

পোষা কুকুরের খাওয়াদাওয়া বা এক্সারসাইজ নিয়ে  চিন্তায় পড়েছেন? আপনার জন্য রইল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। পরামর্শ দিয়েছেন ডা. তানভীর সিফাত ( ভেটেরিনারি সার্জন)

প্রশ্ন : সদ্য একটা গোল্ডেন রিট্রিভার পাপি পুষছি। বাড়িতে বানানো কী কী পুষ্টিকর খাবার ওকে দেওয়া যেতে পারে?  (মিতা নূর, ধানমন্ডি)

  • প্রথম একমাস ওকে দিনে দুবার বেবি ফুড দিতে পারেন। তারপর ১০০ গ্রাম চিকেন, একটু পেঁপে, দুই চামচ ভাত, অল্প হলুদ আর ১০ ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে লাঞ্চ আর ডিনারে দিতে পারেন। নুন দেবেন না। নিরামিষাশী হলে সয়াবিন নাগেটস দেওয়া যেতে পারে। না হলে সিদ্ধ পেঁপে, গাজর আর একটু ভাত দই দিয়ে মেখে দিনে দুবার দিন। বিকালের দিকে ফল দিতে পারেন। কলা সব কুকুরই পছন্দ করে। আম, আপেলের মতো সিজনাল ফলও দিতে পারেন।

প্রশ্ন : আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি। সকালে বেরিয়ে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায়। কুকুর পুষতে চাই। কী করে ওকে এক্সারসাইজ করাব? বাড়িতে ওকে একা রেখে যাওয়া যাবে? (ঈপ্সিতা দাস, মিরপুর)

  • সকালে বেরোনোর আগে এবং রাতে ফেরার পর আধঘণ্টা ওকে নিয়ে হাঁটুন। ট্রেডমিল কিনে তাতেও হাঁটার অভ্যেস করাতে পারেন আপনার পোষ্যটিকে। খুব স্লো পেসে ট্রেডমিল অন করে, ওকে তুলে গলার চেনটা একদিকে বেঁধে দিতে হবে। বাড়িতে কুকুরকে একা রেখে গেলে অনেক সময় ওরা চেঁচিয়ে বাড়ি মাথায় করে। তবে বেরোনোর আগে টিভি বা রেডিও চালিয়ে দিলে ও কোনো চেঁচামেচি করবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা