× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন-আদালত

মায়ের অমতে ফুপাতো ভাইকে বিয়ে করে সমস্যায় পড়েছি

দিলরুবা শরমিন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১১:৪১ এএম

মায়ের অমতে ফুপাতো ভাইকে বিয়ে করে সমস্যায় পড়েছি

পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন


প্রশ্ন : আমার ফুপাতো ভাইকে বিয়ে করি মায়ের অমতে। বাবা চাচা ফুপু খুশি ছিল। কিন্তু বিয়ের পর বুঝতে পারি সবটাই ষড়যন্ত্র ছিল আমার মায়ের বিরুদ্ধে। আমার মা উচ্চশিক্ষিত, সুন্দরী এবং ধনী পরিবারের সন্তান। অনেক গুণের অধিকারী আমার মা। এসব কারণে দাদার পরিবারের ফুপু ও অন্যদের ঈর্ষার কারণ ছিলেন তিনি। আমার আব্বা সহজ-সরল মানুষ। সরকারি চাকরি করেন। ফলে এক ধরনের প্রতিশোধপরায়ণতা থেকে সবাই আমাকে উৎসাহ দিয়েছিল ফুপাতো ভাইকে বিয়ে করতে। এটা এখন বুঝতে পারি। আমার স্বামী সব দিকেই অতি সাধারণ। মন-মানসিকতাতেও খুব নীচু। সাধারণ সৌজন্য ও শ্রদ্ধাবোধও নেই তার মধ্যে। সবচেয়ে বড় কথা, ইনফেরিওরিটি কমপ্লেক্স থেকে আমাকে ভীষণ সন্দেহ করে। আমার সঙ্গে চিৎকার-চেঁচামেচি করে সব সময়। অশ্লীল ভাষায় কথা বলে। কারণে-অকারণে গায়ে হাত তোলে। ঘরে ভাঙচুর করে। আমাকে মারতে না পারলে যেন তার শান্তি হয় না। আমার ফুপু-ফুপা তথা শ্বশুর-শাশুড়ি অবশ্য এজন্য তাদের ছেলেকে বকা দেন। আমাকে খুব আদর করেন তারা। সম্প্রতি আমার ফুপু বলছেন, আমি যেন দ্রুত বাচ্চা নিয়ে নেই। তাহলে স্বামীর মাথা ঠান্ডা হবে, রাগ কমে যাবে। আর আমার মা উত্তরায় আমাকে যে পাঁচতলা বাড়িটা দিয়েছেন, সেটা আমার স্বামীর নামে লিখে দেই- তাহলে নাকি আমার স্বামী স্বাভাবিক হয়ে যাবেন। আমি সংসার করতে চাই। পরামর্শ দিন। কী করব?

ফারিয়া, নিকুঞ্জ, ঢাকা

উত্তর : আপনার সঙ্গে আপনার ফুপাতো ভাইয়ের বিয়েটা পারিবারিক ষড়যন্ত্র। আপনার কথা থেকে বুঝতে পারছি। আপনার মায়ের প্রতি ঈর্ষা আক্রোশ হিংসার জন্যই এই প্রতিশোধ নেওয়া। আপনার মা মনে হয় শ্বশুরবাড়ির লোকজনকে পাত্তা দেন না। আপনিও হয়তো মায়ের অনেক গুণ পেয়েছেন। আপনার বাবা হয়তো ভাইবোন অন্তঃপ্রাণ। সবই আপনার লেখা থেকে অনুমান। আসল কথায় আসি। আপনি সংসার করতে চান খুব ভালো কথা, তবে তার বিনিময়ে দুইটা জিনিস করবেন না- প্রথমত, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো না হওয়া পর্যন্ত বাচ্চা নেবেন না। দ্বিতীয়ত, আপনার মা আপনাকে যাই-ই দিক (সম্পদ বা সম্পত্তি), সেটা কারও কথায় স্বামী বা অন্য কাউকে দেবেন না। আপনি একটা মায়া মমতা স্নেহ ভালোবাসার ফাঁদে পড়েছেন। আপনার শ্বশুরকুলের সবাইকে চালাক প্রকৃতির মনে হচ্ছে। এরা আপনার মায়ের ওপর প্রতিশোধ নিতে চান আপনাকে দিয়ে। সেটা বাচ্চা নেয়া ও সম্পত্তি আত্মসাতের ফাঁদ। এসবে কান দেবেন না। যদি পারেন পড়াশোনা করুন। চাকরি বা ব্যবসা করতে চাইলে সেটা করুন। বাচ্চা নেওয়ার দিন ফুরিয়ে যাচ্ছে না। আর আপনার সব সম্পত্তিই তো স্বামীর। তাকে আলাদা করে লিখে দেওয়ার দরকার নেই। তবে আপনার পুরো পরিস্থিতি আপনার মাকে জানিয়ে রাখুন। সম্ভবত বাচ্চা নেওয়ার জন্য আর সম্পত্তি লিখে দেওয়ার জন্য আপনার ওপর শ্বশুরবাড়ির সবার চাপ বাড়বে। নিরাপদে থাকুন।

   [email protected]

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা