× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদল দিনের ছড়া-কবিতা

ঘুঙুর বন্ধুদের লেখা ছড়া-কবিতা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ০৯:০৪ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১০:৪৭ এএম

বাদল দিনের ছড়া-কবিতা



বৃষ্টি আসে আষাঢ় মাসে

নুসরাত জাহান নূর

 

টাপুর টুপুর টিনের চালে

বৃষ্টি পড়ে আষাঢ় মাসে

খালে বিলে নতুন জলে

টেংরা পুঁটি খলসে ভাসে

বৃষ্টিতে তাই ভিজি আমি

আর দেশি মাছ খাই

বৃষ্টি এলে আমার মনে

খুশির সীমা নাই

তৃতীয় শ্রেণি, মার্চেন্ট অ্যান্ড ওয়ার্কার্স উচ্চ বিদ্যালয়, আদমজী নগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

 

 

বর্ষাকালে

মুজাহিদুল ইসলাম

 

বর্ষাকালে নদীর পানি

কূল ছাপিয়ে ওঠে

জেলের জালে মাছের জোয়ার

সুখের হাসি ঠোঁটে।

 

বিলে-ঝিলে শাপলা-শালুক

মিটমিটিয়ে হাসে

দস্যিছেলে কলার ভেলায়

বানের জলে ভাসে।

 

টিনের চালে রিমঝিমঝিম

ঘোর লেগে যায় কানে

মন ভরে যায় কদম-কেয়া

বেলি ফুলের ঘ্রাণে।

 

সারাক্ষণই ঝমঝমাঝম

বৃষ্টি লেগেই থাকে

ডোবা-নালায় ঘ্যাঙর ঘ্যাঙর

সুর তুলে ব্যাঙ ডাকে।

 

নবম শ্রেণি, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল, শেরপুর, বগুড়া

 


জলের মায়া

জুনায়েদ লাবিব আল ওয়াসী

 

বর্ষা তুমি প্রিয় ঋতু

প্রকৃতি মায়ের সেরা দান,

তোমার অবাধ অঝোর ধারায়

সবুজ শ্যামল মাঠ ময়দান।

 

তোমার অসীম দানে ফোটে

বাগিচা ভরা ফুল,

প্রমত্তা তটিনী ছোটে

কুলকুল কুলকুল।

 

কদম শাপলা জুঁই কামিনী

কলমি জবা বকুল,

পুষ্পে পুষ্পে শোভিত ধরণি

হৃদয় করে আকুল।

 

তুমি এলেই রুদ্র প্রকৃতি

হয় শীতল শান্ত

তোমার জন্য সারা বছর

প্রতীক্ষায় অক্লান্ত।


দশম শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা



খুনসুটি

রিজওয়ান মুহাম্মাদ আবুজর

 

আকাশের চোখ বেয়ে ঝরছে বৃষ্টি,

সবুজের ধোয়া গায়ে খেলছে দৃষ্টি

 

রিনঝিন সুর তালে

নেচে যায় মন,

অনুভূতি জুড়ে বসে

প্রণয়ের ক্ষণ।

 

হৃদয়ের অলিন্দে

ছেলেবেলা ডাকে,

বাদলের সাথে সুখ

আসে ঝাঁকে ঝাঁকে।

 

বৃষ্টিরা দিলে চুম

পাপড়ির গায়,

হেসে উঠে ফুলকলি

উড়ে যেতে চায়।

 

বাদলের খুনসুটি ভালো লাগে বেশ

বিমোহিত হই শুধু নেই তার শেষ।

 

অষ্টম শ্রেণি, সোনামুখী হাই স্কুল,কাজিপুর, সিরাজগঞ্জ

 

দুষ্টু কাদা

নামিরাহ নুর

 

টিনের চালে বৃষ্টি পড়ে

টুপ!টুপ!টুপ!

বাইরে যাওয়া মায়ের বারণ

তাই একেবারে চুপ!

 

কদম গাছে ফুল ফুটেছে

সবুজে চারদিক,

বিলের মাঝে শাপলাগুলো

করছে যে চিকচিক।

 

জানালা দিয়ে আরও দেখি

উঠোন ভরা পানি,

এরই মাঝে বাবা এলেন

নিয়ে ছাতা খানি।

 

পানি জমে একেবারে

সব হয়েছে কাদা,

কেমন করে বাবা এলেন

জিজ্ঞেস করেন দাদা!

 

তৃতীয় শ্রেণি, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা