× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজনবিলাস

হ্যাপিনেসে ভিনদেশি খাবারের স্বাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৫৪ পিএম

হ্যাপিনেসে ভিনদেশি খাবারের স্বাদ

ভোজনরসিকদের খুশি করতে পারে একমাত্র মজার খাবার। তাই তো বিদেশি মুখরোচক খাবারের স্বাদ নিয়ে হাজির হয়েছে হ্যাপিনেস ক্যাফে। গুলশানের সিটিস্কেপ টাওয়ারের নিচতলায় রয়েছে দারুণ এ রেস্তোরাঁটি। ভেতরে ঢুকতেই আপনাকে মুগ্ধ করবে ভিনটেজ ফার্নিচারে অ্যান্টিক উপস্থাপনা। মুহূর্তের মধ্যে আপনার মনে হতে পারে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর দৃশ্যে ঢুকে পড়েছেন। তবে রেস্তোরাঁর একদম ভেতরে চলে এলে দেখতে পাবেন অন্যরকম রূপ।


শীতল আবহাওয়ার সঙ্গে ইন্টেরিয়র আপনাকে মুগ্ধ করবে। পরিবার, বন্ধু বা অফিস সহকর্মীদের নিয়ে চলে যেতে পারেন যেকোনো সময়। সকাল ৭টা থেকেই খোলা থাকে রেস্তোরাঁটি। একটু খোলা পরিবেশ চাইলে তা-ও পেয়ে যাবেন এখানে। তা ছাড়া অফিসের প্রয়োজনীয় মিটিংও সেরে নিতে পারবেন রেস্তোরাঁর মিটিং জোনে। একটি কর্নার বিশেষভাবে মিটিংয়ের জন্য করা হয়েছে। বাইরের কোনো শব্দ আপনাদের মিটিংয়ে কোনো সমস্যা করতে পারবে না।

একটু জিরিয়ে নিতে পারেন লেমন স্বাদের মোজিতোতে। অবশ্য এ মোজিতোয় রয়েছে রকমফের। ক্লাসিক, প্যাশন ফ্রুট, গ্রিন অ্যাপল বা স্ট্রবেরির স্বাদ নিতে পারেন। এ ছাড়া ফ্রেশ লেমোটাইড ও মারগারিটা। ঠান্ডা স্বাদের কফিও রয়েছে তাদের। থাকছে চা এবং কফির আয়োজন। আরও অনেক ধরনের ডি্রক রয়েছে মেন্যুতে। সকালের জন্য থাকছে ব্রেকফাস্ট মেন্যু। খেতে পারেন মজার স্বাদের বার্গার বা স্যান্ডুইচ। উদরপূর্তির জন্য বেছে নিতে পারেন স্টাটার ও সুপ আইটেম। পেস্টি ও বেকারিতে রয়েছে অনেক আইটেম। এ ছাড়া পাবেন মজাদার ডেজার্ট।


গুলশানের সিটিস্কেপ টাওয়ারের নিচতলায় অবস্থিত ক্যাফেটির প্রতিটি কর্নার যেন ছবি তোলার এক একটি ক্যানভাস। একা একা বসে গরম গরম কফিতে চুমুক দেওয়া বা কয়েকজন মিলে এসে মজাদার কোনো খাবার টেস্ট করার জন্য হ্যাপিনেস ক্যাফের পরিবেশ যেন অতুলনীয়

ক্যাফের মেন্যু তৈরি করা হয়েছে সেরা সেরা কফি অপশন, লোকাল ও ইন্টারন্যাশনাল সেরা কিছু খাবারের মিশ্রণে। মেন্যুর প্রতিটি আইটেমই ঢাকার ফুডলাভারদের মন জয় করবে। উদ্যোক্তাদের মতে, সেরা খাবার কাস্টমারের প্লেটে তুলে দেওয়ার মাধ্যমে তাকে হ্যাপি করে তোলার জন্যই কাজ করে চলেছে হ্যাপিনেস ক্যাফে টিম।

তাদের ব্যতিক্রমী আর একটি বিষয় হলো ক্যাফেতে আয়োজিত নানা ইভেন্ট। ক্লাসিক্যাল মিউজিক সন্ধ্যা, ঐতিহ্যময় গানের আসর, আর্ট অ্যাকটিভিটিসহ নানা ধরনের সব আয়োজন থাকে সপ্তাহজুড়ে। তাই নির্দিষ্ট দিনগুলোয় বিশেষ বিশেষ অনুষ্ঠান উপভোগও করতে পারবেন হ্যাপিনেস ক্যাফেতে। কফি বা ফুডলাভার হলে নিয়ে নিতে পারেন ‘হ্যাপিনেস কার্ড’ এবং পেতে পারেন বিশেষ ডিসকাউন্ট ও নানা ধরনের সুবিধা। বিস্তারিত : https://happiness.cafe/our-menu/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা