× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেলনা জিনিসে দারুণ মিনিয়েচার

মনিরুল হক রনি

প্রকাশ : ১৫ মে ২০২৩ ০৮:৫৭ এএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১২:২০ পিএম

ফেলনা জিনিসে দারুণ মিনিয়েচার

গভীর অরণ্যের গাছের ঝরাপাতার মর্মর ধ্বনি শুনেছি। আবার গাছের ঝরাপাতা শুকিয়ে আমাদের মা-ঝিদের ঘর-গৃহস্থালির রান্নাবান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করাও দেখছি। ঢাকার অদূরে সাভার বাইপাইলে বসবাসকারী মাহফুজা আক্তার ঝরাপাতার ওপর রঙ-তুলির আঁচড়ে কিংবা সেলাইয়ের ফোঁড়ে ফোঁড়ে রচনা করছেন নানান দৃশ্যকাব্য। তিনি শুধু গাছের পাতার ওপর চিত্র আঁকার পাশাপাশি আরবি ক্যালিগ্রাফিও করেছেন পাতার ওপর। গাছের পাতা ছাড়াও ডিমের খোসা, সিগারেটের কভার, হাতব্যাগ, মোবাইলের ব্যাক কভার এমনকি পাথরের মতো এমন অপ্রচলিত মাধ্যমকে ক্যানভাসে পরিণত করে রঙ-তুলির সাহায্যে নানা দৃশ্য ফুটিয়ে তোলেন তিনি।
ছবি আঁকার প্রতি তার এই ঝোঁক ছোটবেলা থেকেই। তবে গাছের পাতায় ছবি আঁকার ধারণা আসে ২০১৯ সালের প্রথম দিকে একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে। কাগজ কিংবা কাপড়ে যদি ছবি আঁকা যায়, তাহলে গাছের পাতায় কেন নয়- এমন ধারণা থেকেই তার গাছের পাতায় ছবি আঁকা শুরু। তারপর এখন তো তার এটি পেশায় পরিণত হয়েছে। গাছের পাতার শিল্পকর্মগুলোর প্রচার এবং মানুষের দেখার জন্য ২০১৯ সালের মার্চে ‘Living in leaves’ নামে ফেসবুকে একটি পেজও খুলেছেন তিনি। যার ফলোয়ার সংখ্যা এখন কয়েক হাজার। এখান থেকে অনেক অর্ডার পেয়ে থাকেন, যা থেকে প্রতি মাসে তিনি একটা সম্মানজনক আয় করতে পারছেন বলে জানান। এত কিছু থাকতে গাছের পাতাকেই কেন ক্যানভাস বানালেন- এমন প্রশ্নের উত্তরে মাহফুজা বলেন, ‘সব সময় ব্যতিক্রম কিছু করতেই আমার ভালো লাগে। গাছের পাতা এমনিতেই সুন্দর। তার ওপর রঙ-তুলির স্পর্শে বা সেলাইয়ের ফোঁড়ে যদি আরও সৌন্দর্যমণ্ডিত করা যায়, তবে তো মন্দ হয় না। নিজেকেও সবার কাছে ইউনিক হিসেবে তুলে ধরা যায়।’
তবে মাহফুজার এখন যতটুকু পরিচিতি এসেছে এজন্য তাকে কম সমালোচনা ও কটু কথার সম্মুখীন হতে হয়নি। প্রথমদিকে তার আর্টগুলো নিয়ে অনেকে হাসাহাসি করত। তবে তিনি দমে যাননি। বরং নতুন উদ্যমে শুরু করেছেন। এখন সবাই তার কর্মগুলোকে ভালোভাবে নিয়েছেন এবং নিচ্ছেন, জানালেন মাহফুজা আক্তার। পাতায় রঙ-তুলি দিয়ে ছবি আঁকায় কিছুটা পরিচিতি পাওয়ার পর সাহস হলো সেলাইয়ের ধারণা আসে বছরখানেক পরে ২০২০ সালে। শুকনো পাতায় সেলাইয়ের ফোঁড় তুলে আলাদা কিছু করা যায় কি না এমন ধারণা থেকে প্রায় চার ঘণ্টা চেষ্টার ফলে সফল হয়েছিলেন তিনি। এখন সমান তালে চলছে পাতায় রঙ-তুলি ও সেলাইয়ের কাজ। এখন পর্যন্ত তিনি তিনশর বেশি শিল্পকর্ম তৈরি করেছেন। তার এই ব্যতিক্রমী কাজের জন্য স্বীকৃতিও পেয়েছেন কয়েকটি প্রতিষ্ঠান থেকে। ‘কাক কমিউনিকেশন’ থেকে ২০১৮ সালে জেলাভিত্তিক একটি আর্ট প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছর রিসডা বাংলাদেশের আয়োজনে ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। সেখান থেকে তিনি পুরস্কার পান। কয়েকটি আর্ট এক্সিবিশনেও অংশগ্রহণ করেছেন। তার প্রথম আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ ডিমের খোসায় আঁকা ছবি নিয়ে। তারপর তার শিল্পকর্মের দ্বিতীয় প্রদর্শনী হয় ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে। ধানমন্ডি আর্ট গ্যালারি, শিল্পকলা একাডেমিসহ আরও বেশ কয়েকটি জায়গায় তার শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে। মাহফুজার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, আমি সমাজকর্ম বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। এখন সবটুকু সময় ছবি আঁকা ও সেলাই তুলছি। শিল্পের মাধ্যমে সুঁই-সুতায় স্বপ্ন বুনতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা