× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটি শেষে অফিসে থাকুন চাপমুক্ত

জান্নাতে নাঈম

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১১:৫১ এএম

ছুটি শেষে অফিসে থাকুন চাপমুক্ত

সবাই ছুটির জন্য উন্মুখ। সেটা উৎসবকালীন বা ব্যক্তিগত হোক। দীর্ঘদিনের কর্মক্লান্তির ঘোর কাটাতে প্রত্যেকটি কর্মীর জন্য ছুটি অপরিহার্য। তবে ছুটির রেশ ছুটির শেষেও থেকে যায়। মন না চাইলেও কর্মক্ষেত্রে পা রাখতে হয়, ব্যস্ততার চাদরে জড়িয়ে নিতে হয়। তবে ছুটি শেষে প্রশান্তি ও উজ্জ্বলতাকে ধরে রাখার জন্য রয়েছে কতিপয় কৌশলগত পরিকল্পনা- যা আপনার অবকাশপরবর্তীতে চাপমুক্তভাবে কাজে ফিরতে সহায়তা করবে। 

ডেস্ক পরিষ্কার করুন : ছুটিতে যাওয়ার আগে ডেস্ক ছেড়ে চলে গেছেন! অনেকটা তাড়াহুড়ার কারণে প্রতিবেদনগুলো অগোছালো বা জগাখিচুড়ি অবস্থায় আছে কি না, সেটা পুনরায় দেখে নিন। সবকিছু সাজানোর জন্য কয়েক মিনিট সময় নিন।

যোগাযোগ করুন : ছুটির পর কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরে আপনার সহযোগী কিংবা গ্রাহকদের খোঁজখবর নিন। ফোন করে কুশলাদি জিজ্ঞেস করুন। এই আন্তরিকতা অনেক নতুন মানুষের মধ্যে আপনার পরিচিতি বাড়াবে। যোগাযোগ বাড়াতে ছুটির আমেজ কাজে লাগোনোর দুর্দান্ত সময়।

অতিরিক্ত থেকে বিরত থাকুন : শৃঙ্খলহীনভাবে ছুটি কাটিয়ে অফিসে ফিরছেন। বাঁধাধরা নিয়মে ফিরতে কিছুটা সময় লাগবে। ইচ্ছে করে কেউ তো নিয়মের মধ্যে জড়াতে চায় না। তবে প্রাত্যহিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করলে ইচ্ছায় হোক বা কাজের দায়িত্বে হোক- মানুষ কর্মপরিবেশ ফিরে আসে।

ই-মেইল বার্তার উত্তর দিন : ছুটি শেষে অফিসে এসে অন্যতম কাজ মেইল বক্সে জমা হওয়া ই-মেইল বার্তার জবাব দেওয়া। প্রতিষ্ঠিানের সংশ্লিষ্ট সংস্থা বা ক্লাইন্ডদের শুভেচ্ছা জানতে পারেন। ই-মেইলের মাধ্যমে আপনার উৎসবের ছুটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বিবরণ জানাতে পারেন। গুরুত্বপূর্ণ ই-মেইলগুলো প্রক্রিয়া করার জন্য সময় নিন এবং সেগুলোকে সংগঠিত করুন।

সভার জন্য তৈরি করুন : ছুটি থেকে ফিরে অফিসে পা রাখতেই শুরু হয় একগাদা সভা। সভার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। কোন সভা কোন বিষয়ে তা আগেই জেনে নিন। এ জন্য ছুটি শেষে কর্মস্থলে প্রবেশের প্রথম সকালের জন্য আপনার ক্যালেন্ডার চিহ্নিত করুন। 

ছুটির আনন্দকে ইতিবাচকভাবে শেয়ার করুন : প্রত্যেকেই তার আনন্দের স্মৃতি প্রকাশ করতে চায়। ছুটির আনন্দ নির্দ্বিধায় আমাদের মধ্যে ইতিবাচক শক্তি জোগায়। ছুটির পরে কর্মক্ষেত্রে এসে শুধু নিজেরই ছুটির আনন্দ অভিজ্ঞতা প্রকাশ করবেন না। অন্যেরটিও জানতে আগ্রহ দেখাবেন। এতে কর্মক্ষেত্রে ইতিবাচক  প্রভাব ফেলে।

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন : ছুটি মানে একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন। ভ্রমণ-খাদ্য অভ্যাসের পরিবর্তন। শরীরের দিকে কি আর খেয়াল রাখার সময় ছিল। কর্মব্যস্ততা শুরু হলে আবারও ফিটনেসের দিকে মন দিন। 

আড্ডার জন্য অপেক্ষা করুন : ছুটি শেষে কাজে ফিরছেন। সবারই ব্যস্ততা আছে। আপনার ছুটির গল্প জানাতে অন্যের কাজের ক্ষতির কারণ যেন না হয়। এ জন্য একটা আড্ডার জন্য অপেক্ষা করুন। ছুটিতে কী করছেন? কোথায় কোথায় ছবি তুলছেন- সারাক্ষণ সেসব মাথায় নিয়ে ঘুরবেন না। এ জন্য অফিসের বস সহকর্মীদের ছুটি যাপন নিয়ে আড্ডার আয়োজন করতে পারেন। 

তালিকা প্রস্তুত করুন : ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে আসার সময় আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা করুন। বসকে কাজের সংক্ষিপ্ত বিবরণ দিন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা