× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকে চমক নিয়ে কিউরিয়াস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:২৬ পিএম

পোশাকে চমক নিয়ে কিউরিয়াস

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস ফ্যাশনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন চমক। পশ্চিমা ফ্যাশনকে প্রাধান্য দিয়ে ঈদ পোশাকে এসেছে ভিন্নতা। কাটছাঁটেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। গত শনিবার কিউরিয়াসের ঈদ ফ্যাশন শোতে নতুন এই কালেকশনগুলো একে একে সবার সামনে তুলে ধরা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হলো কিউরিয়াসের পঞ্চম আউটলেট। সেই উপলক্ষেই এ আয়োজন। সেই সঙ্গে তুলে ধরা হয় ফ্যাশন ব্র্যান্ডির এবারের ঈদ কালেকশন। এর আগে কিউরিয়াসের যমুনা আউটলেট উদ্বোধন করেন ডেকো লেগ্যাসি গ্রুপের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরণ ও নিলুফার হোসেন।

প্রথমেই স্টাইলিশ পোশাকে কিউতে হাজির হয় খুদে মডেলরা। নানা রঙের পোশাকে হাজির হয় তারা। শিশুদের পোশাকে রঙের বাহারের পাশাপাশি কাটছাঁটেও এসেছে ভিন্নতা। তারপরই ওয়েস্টান পোশাকের সম্ভার নিয়ে হাজির হন মডেলরা। ট্রেন্ডের যে পরিবর্তন এসেছে তা খুব ভালোভাবে জানান দিল কিউরিয়াস। পশ্চিমা ধাঁচের পোশাকে নিজস্ব ডিজাইন দারুণভাবে ফুটিয়ে তুলেছেন দেশের তরুণ পোশাক কারিগররা। এগুলো এখন আমাদেরই পোশাক। কাটছাঁটের পাশাপাশি রঙের ব্যবহার পোশাকে যোগ করেছে বাড়তি মাত্রা। ক্যাজুয়াল ও ফরমাল দুই-ই রয়েছে এই আয়োজনে। ছেলেমেয়ে সবার জন্যই পছন্দসই পোশাক দিয়ে সাজানো হয়েছে সম্ভারটি। এথনিক আয়োজনে ছেলেদের পাঞ্চাবি এবং মেয়েদের ওয়ানপিস সবার নজর কেড়েছে। কাটিং-প্যার্টানের পাশাপাশি ফেব্রিকেও ছিল ভিন্নতা। হালকা ও গাড় দুই ধরনের রঙের সংমিশ্রণ ছিল আয়োজনটি ঘিরে। তবে এর পরের দুটি কিউ ছিল সবচেয়ে আকর্ষণীয়। একটি মেয়েদের শাড়ি, অন্যটি পাঞ্জাবি। তাঁতিদের নিপুণ হাতে তৈরি জামদানির পাশাপাশি সিল্ক, কাতান, জর্জেট ও সুতি শাড়ির দেখা মেলে কিউতে। মূলত ঈদের দিনগুলোকে মাথায় রেখেই এমন আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আর সর্বশেষ আয়োজনটি ছিল ‘ওয়াজেদ আলী শাহ পাঞ্জাবি অনসম্বল’ নিয়ে। পাঞ্জাবির ডিজাইনে যে থাকতে পারে নানা বৈচিত্র্য, তা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিউটিতে। কাওয়ালি গান আর নাচের সঙ্গে সঙ্গে নানা ছার্ট ও রঙের পাঞ্চাবিতে হাজির হন মডেলরা।

অনুষ্ঠানে কিউরিয়াসের চিফ অপারেটিং অফিসার বিশ্বজিৎ রায় বলেন, কিউরিয়াস ইতোমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে নিজের জনপ্রিয়তা ও আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। এবারের ঈদ কালেকশনের মাধ্যমে কিউরিয়াস পোশাক সংগ্রহে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা