নূরন্নবী খান জুয়েল
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম
ব্যবসায় জোট আছে
ভোক্তার চোট আছে
তাও বাজে ভেজালের ডঙ্কা
ক্ষমতার তেজ আছে
রাজনীতি ‘বেইজ’ আছে
তবু আছে হারাবার শঙ্কা!
জনতার ক্রোধ আছে
সাদামাটা বোধ আছে
হায় একি আজগুবি কারবার!
বিবৃতি ঠিক আছে
ঘৃণা আর ধিক্ আছে
তবু তারা পার পায় বারবার।
বই ঘাটা জ্ঞান আছে
মোহ, লোভ, ধ্যান আছে
মগজেও ভরা আছে বুদ্ধি
নেতা হওয়া সুখ আছে
জেল খাটা দুখ আছে
শুধু নাই বিবেকের শুদ্ধি।