× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় সাঁতার শিখবেন যেখানে

সাদিয়া ইসলাম বৃষ্টি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২২ পিএম

ঢাকায় সাঁতার শিখবেন যেখানে

শামসুন্নাহার রহমান অনেক দিন ধরেই সাঁতার শেখার উপযোগী কোনো জায়গা খুঁজছিলেন ছেলের জন্য। সেটাও আবার ঢাকার ভেতরেই। সাঁতার শেখার সঙ্গে আছে নিরাপত্তা ও খরচের বিষয়। ঘুরেফিরে কয়েকটি নাম সামনে এলো তার। এর চেয়ে আরও একটু বেশি সুযোগসুবিধাসহ আছে ক্যাডেট কলেজ ক্লাব, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড ইত্যাদি জায়গা।

সাঁতার শেখার জন্য ঢাকার মধ্যে যুৎসই সুইমিংপুল খুঁজছেন অনেকেই। এমনই কয়েকটি সুইমিংপুল সম্পর্কে জেনে নিই।  


ঢাকা অফিসার্স ক্লাব সুইমিংপুল

এই সুইমিংপুলে শুধু সাঁতার শেখানোই হয় না, একই সঙ্গে বছরে নানা রকম প্রতিযোগিতার আয়োজনও করা হয়। এই সুইমিংপুল হতে পারে সাঁতার শেখার প্রিয় একটি স্থান।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে যেকোনো সেশনে ভর্তি হতে পারেন। 

খরচ : ক্লাবের সদস্যদের জন্য ১৬ দিনের প্রশিক্ষণের ফি ২ হাজার টাকা। বহিরাগতদের জন্য  ৫ হাজার টাকা। এ ছাড়াও প্রতি মাসে ফি হিসেবে এই ৫শ টাকা লাগবে। 

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯১৪৩৮০৩৩০ বা ০১৯১৩৮৫৫১৮১ নম্বরে।


ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল

শুক্র ও শনিবার সকাল ৮টা

রবি ও মঙ্গলবার সকাল ১০টা

খরচ : মাসিক ফি ২ হাজার ৬শ টাকা। সুইমিং কস্টিউমের জন্য ছেলেদের ৬শ টাকা এবং মেয়েদের ১ হাজার টাকা প্রদান করতে হবে। 

যোগাযোগ : ০১৭৪৯ ২২২৩৮৮ 

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ধানমন্ডি ৩২ নম্বর রোড, ঢাকা।

পছন্দ অনুযায়ী সময়েই নারীরা এখানে সাঁতার শিখতে পারবেন। ধরনভেদে ১,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ফি।

যোগাযোগ : +৮৮০ ২-৯১১৯৭০৪


আইভি রহমান সুইমিংপুল

রবি ও সোমবার বাদে প্রতিদিন ১ ঘণ্টা চলে সাঁতার শেখার প্রশিক্ষণ।

খরচ : প্রথম মাসে ২৫০০ টাকা এবং পরবর্তী প্রতিটি মাসে মাসিক ফি ২ হাজার টাকা।

যোগাযোগ : ০১৭৯৭ ০২১৭৪৯, ০২-২২৩৩৮৭৭১৪, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও

শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা

রবি এবং সোমবার বেলা ৩টা থেকে ৪টা

শিশুদের জন্য মাসিক ফি ৭,৫০০ টাকা। আর ১২ বছরের বেশি বয়সিদের জন্য ২১,৫০০ টাকা 

যোগাযোগ : ৫৫০২৮০০৮, কারওয়ান বাজার, ঢাকা।


জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২

পাঁচ বছর বয়স থেকে এখানে সাঁতার শেখানো হয়। রবি ও সোমবার বাদে প্রতিদিন খোলা। ভর্তি ফি আড়াই হাজার টাকা। পরের মাস থেকে দুই হাজার টাকা। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। যোগাযোগ : ০১৯১২০৫৭৪৯৭, ০১৬৮৯১৪৩৭৪৩

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা