× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কু্ইন্স কমনওয়েলথ ট্রাস্টের সদস্যপদ লাভ

বাঁধনের এগিয়ে চলা

শাহিনা নদী

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:০২ পিএম

হাশেম বাঁধন

হাশেম বাঁধন

গল্পের শুরুটা ২০১৯ সালের। দিনাজপুর জেলার ১৫ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হাশেম বাঁধন প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন। যার মাধ্যমে বাঁধনের সাংগঠনিক জীবনের পথচলা শুরু। প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের আর্থসামাজিক উন্নয়নকল্পে বাঁধন ছিলেন সোচ্চার।

সংগঠনটি প্রতিষ্ঠার বছর না ঘুরতেই করোনার আবির্ভাব। করোনার প্রভাবে সারা বিশ্ব তখন লকডাউনে বন্দি। সেই সময় এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন মাঠপর্যায়ে থেকে মানবিক কাজ পরিচালনা করেছে। করোনা আক্রান্ত রোগীর বাসায় বা হাসপাতালে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সাঁওতালপল্লীতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, নারীদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসংস্থান এবং তাদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার অভিপ্রায়ে দেশব্যাপী বিগত দুই বছর নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে সংগঠনটি।

একের পর এক সামাজিক কাজে অবদান রাখায় অল্প সময়ের ব্যবধানে সংগঠনটি অর্জন করেছে একাধিক সম্মাননা। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ২০০। ইতোমধ্যেই ১০ হাজার নারীর মানসিক স্বাস্থ্য নিশ্চিত, ১৫ হাজার মানুষকে করোনাকালীন ত্রাণ সহয়তা, ১২০ জন ঝরে পড়া শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান, ৫০ জন প্রতিবন্ধীর চার মাসের খাদ্যসংকট নিরসন, ৩০ জন নারীকে অনলাইনে ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রশিক্ষণ নিশ্চিত ও ১০ জন নারীকে অনলাইনের মাধ্যমে তাদের পণ্য বিক্রির ব্যবস্থা করেছে সংগঠনটি। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নূর হাশেম বাঁধন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ের ওপর স্নাতক সম্পন্ন করেছেন। তার জন্ম দিনাজপুরের সদর উপজেলার বড় গুড়গোলা গ্রামে। ছেলেবেলা থেকেই তার ইচ্ছে ছিল সমাজের প্রান্তিক ও অসহায় মানুষকে নিয়ে কাজ করার। 

বিগত সময়ে বাংলাদেশের সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় গত ১২ জানুয়ারি হাশেম বাঁধনকে এ বছর কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের সদস্যপদের জন্য নির্বাচন করেছে ট্রাস্ট নির্বাচন কমিটি। সদস্যপদের বিষয়টি কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের পাঠানো ই- মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের সদস্যপদ পাওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন- ‘যেকোনো প্রাপ্তি অনেক আনন্দের। সমাজ উন্নয়নমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই সদস্যপদ আমার জন্য অনেক বড় পাওয়া। কমনওয়েলথ ট্রাস্ট নেটওয়ার্কের মাধ্যমে আমি আমার অঞ্চলের মানুষের কথা বিশ্বের কাছে তুলে ধরতে পারব এবং এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই পরিবর্তনের ধারা তৈরি করতে পারব বলে আমি মনে করি।’

এ ছাড়াও সংগঠনটি অর্জন করেছে হিরো অ্যাওয়ার্ড, ফান্ডিং ফর বাংলাদেশের ১ লাখ টাকার সিড ফান্ডিং, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল লিডারস সামিট অ্যাওয়ার্ডসহ আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক স্বীকৃতি। বিগত সময়ের কাজের অভিজ্ঞতা থেকে আগামী সময়ে টেকসই পরিবর্তন আনার লক্ষ্যে চারটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সংগঠনটির। প্রজেক্ট বনলতা তার মধ্যে অন্যতম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের কর্মমুখী শিক্ষা দেওয়ার প্রয়াস গ্রহণ করেছে সংগঠনটি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা