জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৪:৩১ পিএম
আঁকা : অর্নিলা ভৌমিক, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ছলছলছল পানির পাহাড়, তার ওপরে বাড়ি
বাড়ির ভেতর রান্নাবান্না, খাওয়া-দাওয়া, নানারকম হাঁড়ি
মাছ ভাজছে, নাশতা হচ্ছে, ছাদে আলোর ফুল
‘বনাঞ্জলি’ ভেসে যাচ্ছে, দুপাশে দুকূল।
রাত নামছে, তবুও দুপুর, নেই রাত্রির গান
পানির ওপর ভেসে যাচ্ছে নৌকা ও সাম্পান
গান হচ্ছে, নাচ হচ্ছে, না ঘুমানো পাখি
শব্দ হচ্ছে দুরুম দুরুম এবং ডাকাডাকি।
মানুষগুলোর চোখেমুখে কী শান্তির ছায়া
একটুখানিক খুঁজতে এলো নীরবতার মায়া
কারও বাড়ি ফটিকছড়ি, কারও বাড়ি ঢাকা
কী এক সুতোয় মিলছে ওরা একহাতে হাত রাখা।
মেঘালয়ে মেঘ নামছে, নীলাদ্রিতে ঢেউ
বারেক পাহাড় শিমুলতলায় যাচ্ছে ছুটে কেউ
জাদুকাটায় যেতে যেতে আসছে নেমে ভোর
সুনামগঞ্জে ঘুরে এলাম টাঙ্গুয়ার হাওর।