লেখা ও আঁকা : অদৃতি সোমদ্দার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৪:২৪ পিএম
এইবার ঈদের ছুটিতে অনেক দিন পর দাদুবাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি আমার কাজিনদের সঙ্গে অনেক মজা করেছি। দিনগুলো সব খেলায় কেটেছে। দাদু আমার জন্য অনেক মজার মজার পিঠা বানিয়েছিল সেসব খেয়েছি।
দাদুবাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ। গ্রামের এই সুন্দর পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এই বাড়িতে একটি পুকুর রয়েছে। এই পুকুরে সবাই নেমে গোসল করে। আমিও এই পুকুরে বাবার সঙ্গে গোসল করেছি।
আমি আমার দাদিমা ও গ্রামের বাড়ির সবকিছুকে ভীষণ ভালোবাসি। আমি আবার স্কুল ছুটি পেলেই দাদুবাড়ি যেতে চাই।
দ্বিতীয় শ্রেণি, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা