জাহাঙ্গীর আলম জাহান
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৪:০৮ পিএম
টিনের চালে ঝম ঝমাঝম
বৃষ্টি যখন পড়ে
মন থাকে না ঘরে
বৃষ্টিভেজা হতে আমার ইচ্ছে তখন করে।
জানলা দিয়ে বৃষ্টি দেখি
গাছের ডালে ওমা একী
ভিজছে দুটো কাক
নেই বুঝি রাখঢাক
মনে মনে চাই তখনই বৃষ্টি থেমে যাক।
বৃষ্টি এলে গাছের পাতা
হয় যে সবুজ গাঢ়
নীরব বাঁশের ঝাড়ও
এই প্রকৃতি হয়ে ওঠে সবুজ যেন আরও।
টিনের চালে বৃষ্টি-নূপুর
টাপুর-টুপুর বাজে
মন বসে না কাজে
নতুন নতুন ছন্দ আনে মনের ভাঁজে ভাঁজে।
সেই ছন্দে কাব্য-ছড়া
লেখেন ভাবের কবি
শিল্পী আঁকে রূপ ঝলমল বর্ষা ঋতুর ছবি।