ব্যায়াম করার পাশাপাশি কী ধরনের খাবার খাওয়া উচিত তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। আপনাদের জন্য সহজ কয়েকটি ডায়েট ফুড সম্পর্কে জানাচ্ছেন সারাফ ওয়াসিমা জিশান
স্পাইসি প্রোটিন প্যানকেক
যা যা লাগবে
১টা কুসুমসহ ডিম, ২টা এগ হোয়াইট, ওটস ১/৪ কাপ, মরিচ, পেঁয়াজ, দারচিনি গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম/টমেটো, লবণ
টপিংয়ের জন্য লাগবে
পানি ঝরানো টক দই ২ টেবিল চামচ, অর্ধেক শসা, মরিচ, ১/২ চামচ চাট মসলা
যেভাবে বানাবেন
প্রধান উপকরণগুলো একটি বাটিতে ভালোভাবে মিক্সড করে ননস্টিক ফ্রাই প্যানে প্যানকেকের মতো ভেজে নিতে হবে। ননস্টিক না থাকলে ১ চা-চামচ অয়েল ব্রাশ করে নিলেই হবে। টপিংয়ের সব উপকরণ একসঙ্গে ফেটিয়ে নিলেই রেডি স্পাইসি প্রোটিন প্যানকেক। এরপর সার্ভিং ডিশে পরিবেশন করুন।
চিয়া পুডিং
যা যা লাগবে
চিয়া সিড ২০ গ্রাম, নারিকেল/বাদামের দুধ ১৫০ মিলি, স্টেভিয়া/মধু [অপশনাল], ফল (বেরি/ আপেল কুচি) পরিমাণমতো
যেভাবে বানাবেন
রাতে চিয়া সিড দুধে ভিজিয়ে ফ্রিজে রাখুন। স্টেভিয়া/মধু, ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ডেজার্ট খেতে ইচ্ছা করলে এইটা একদম গিল্ট ফ্রি অপশন অথবা ব্রেকফাস্টের জন্য উপযোগী।
পিনাট/আমন্ড বাটার প্রোটিন শেইক
যা যা লাগবে
২ টেবিল চামচ নাট বাটার, ১টি ৮০ গ্রাম কলা, ১ চা চামচ মধু/ স্টেভিয়া, লো ফ্যাট দুধ অথবা কোকোনাট মিল্ক ২৫০ মিলি, ১ টেবিল চামচ চিয়া সিড, ৪/৫ কিউব আইস
যেভাবে বানাবেন
সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু ঘরোয়া প্রোটিন শেইক। সার্ভিং গ্লাস বা মগে ঢেলে চটপট খেয়ে ফেলুন প্রোটিন শেইক আর থাকুন পুরোপুরি ফিট।
৩৫০ ক্যালরির ডায়েট চটপটি
যা যা লাগবে
৫০ গ্রাম ছোলা (কিচেন স্কেলে রান্নার আগে মেপে নিতে হবে), ৫ মিলি কুকিং অলিভ অয়েল (মেজারমেন্ট স্পুনে মেপে নেওয়া), ২টি সিদ্ধ ডিম (১টি কুসুম ছাড়া), চটপটি মসলা ১০ গ্রাম (স্কেল), টমেটো ১টি (৭০-৮০ গ্রামের), পেঁয়াজ ১/৪ কাপ (মেজারমেন্ট কাপ), ছোট মরিচ ২টি (মরিচ না দিলে হাফ চা-চামচ চিলি ফ্লেক্স), পিংক সল্ট (পেঁয়াজ ভাজার সময় সামান্য), গরম পানি ১৫০ মিলি
যেভাবে বানাবেন
ছোলা সিদ্ধ করে পানি ছাড়িয়ে রাখতে হবে। একদিকে ডিম সিদ্ধ করে আলাদা করে রেখে দিতে হবে। কড়াইতে অলিভ অয়েল তেল ঢেলে গরম হয়ে এলে পেঁয়াজ ও পিংক সল্ট একসঙ্গে দিয়ে দিতে হবে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে টমেটো ও মরিচ দিয়ে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। সঙ্গে গরম পানি পরিমাণমতো অল্প অল্প করে দিতে হবে। টমেটোর পানি ছেড়ে এলে দিয়ে দিতে হবে মসলা এবং মসলা কষিয়ে দিতে হবে সিদ্ধ ছোলা। এরপর বাকি পানি পরিমাণমতো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর রেডি হয়ে যাবে ঝটপট ডায়েট চটপটি। ওপরে ডিম ও শসা গ্রেটিংস করে পরিবেশন করুন। লেবুও দিতে পারেন।