প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৫ ১৩:৩৩ পিএম
রাইদাহ গালিবা
রাইদাহ গালিবা! এই নামটির সঙ্গে আমরা পরিচিত। কেননা তার লেখা গল্প এবং বই আলোচনা এর আগে পড়েছি ঘুঙুর পাতায়। সে যে কত মজার মজার রূপকথার গল্প লিখত। শিশু-কিশোরদের জন্য রাইদাহ গালিবা রেখে গেছে তার অনবদ্য সব সৃষ্টিÑ মজার মজার রূপকথা! ‘পিটুর জাদু জুতা’, ‘এক যে ছিল মুচি’, ‘ইমা ও দৈত্য’, ‘ভয়ংকর গাছ’, ‘আন্ডোরে রাজ্যের কাহিনি’, ‘বাঘ ও দৈত্য’। এ ছয়টি বই সে আমাদের জন্য লিখে ১২ বছর বয়সে দূর আকাশের তারা হয়ে গেছে। তারা হয়ে মিটিমিটি জ্বলছে সে। সেই বন্ধুটি এবার পেল ‘একান্নবর্তী রনজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা-২০২৫’ শিশুসাহিত্যে (মরণোত্তর) পুরস্কার। রাইদাহর এই সম্মাননা জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ১৭ মে ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। সম্মাননা গ্রহণ করেছে গালিবার মা কানিজ পারিজাত।