× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচা আমের নানা স্বাদ

সেতু বৈশ্য

প্রকাশ : ০৬ মে ২০২৫ ১২:৫৩ পিএম

কাঁচা আমের নানা স্বাদ

বাজারে উঠেছে কাঁচা আম। নানা স্বাদের খাবার বানানোর এখনই উপযুক্ত সময়। 

গ্রিন ম্যাংগো রাইস

যা যা লাগবে 
কাঁচা আম, ভাত, লবণ, হলুদ, আস্ত শর্ষে, চানা ডাল, বিউলির ডাল, কারি পাতা, হিং, শুকনো মরিচ, কাঁচা মরিচ, চিনি


যেভাবে বানাবেন 
প্রথমে চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে লবণ এবং তেল দিয়ে সিদ্ধ করে ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে আস্ত শুকনো মরিচ, শর্ষে, চানা ডাল, বিউলির ডাল, কারি পাতা, হিং ফোরণ দিতে হবে। এরপর একদম কুঁচিয়ে নেওয়া কাঁচা আম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে রান্না করে রাখা ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো লবণ, অল্প হলুদের গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। টক-ঝালের ব্যালান্স আনার জন্য অল্প চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই হবে ভিন্ন স্বাদের গ্রিন ম্যাংগো রাইস।

মসলাদার কাঁচা আম 

যা যা লাগবে 
টুকরো করা আম, শর্ষের তেল, আস্ত শর্ষে, শুকনো মরিচ গুঁড়া, মেথি গুঁড়া, হলুদ, লবণ।


যেভাবে বানাবেন 
কড়াইয়ে শর্ষের তেল গরম করে এর মধ্যে প্রথমে শর্ষে ফোরণ দিতে হবে। এরপর একে একে বাকি সব উপাদান মিশিয়ে নিতে হবে এবং খুব কম আঁচে জ্বাল দিতে হবে। আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। তবে কেউ যদি মনে করে এটা খুব টক হয়ে যাবে, তাহলে পরিমাণমতো চিনি বা গুড় দেওয়া যায়। সবকিছু মিশে বেশ মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আচারের মতো অনেক দিন রাখা যাবে না।

ট্যাঙি স্পাইসি চিকেন ফ্রাই 

যা যা লাগবে 
পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা আম, কাঁচা মরিচ, গোলমরিচ, লবণ, হলুদ, কর্ণ ফ্লাওয়ার, কারি পাতা, তেল আর চিকেন। 


যেভাবে বানাবেন 
চিকেন ছোট টুকরো করে ধুয়ে ভালো করে পানি শুকিয়ে রাখতে হবে। এরপর ছোট একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা মরিচ, গোলমরিচ এবং অর্ধেকটা কাঁচা আম একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মুরগির টুকরোর সঙ্গে ব্লেন্ড করা মসলা, লবণ, হলুদ, কারি পাতা দিয়ে ভালো করে মিক্স করে ৩০ মিনিট রেখে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। মেরিনেট করা চিকেনে পরিমাণমতো কর্ণফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে গরম তেলে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে। টক-ঝাল স্বাদের চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে খুব সহজেই।

কাঁচা আমের ঠান্ডাই 
যা যা লাগবে 
কাঁচা আম, কাঁচা মরিচ, লবণ, চিনি, বিটলবণ, ভাজা জিরার গুঁড়া আর ঠান্ডা পানি।


যেভাবে বানাবেন 
আম আর কাঁচা মরিচ একসঙ্গে সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমের কাথ্ব বের করে নিতে হবে। আমের কাথ্ব, সিদ্ধ করা মরিচ এবং বাকি সব উপকরণ একসঙ্গে  মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যস গরমের দিনে মজাদার কাঁচা আমের ঠান্ডাই তৈরি।

কাঁচা আমের সালাদ 

যা যা লাগবে 
কাঁচা আম (ছোট টুকরো করে নেওয়া), পেঁয়াজ (একদম কুঁচি করে নেওয়া), ভাজা জিরার গুঁড়া, পাপরিকা পাউডার, চিনি, লবণ, ধনেপাতা। 


যেভাবে বানাবেন 
কাঁচা আমের সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুঁচি মাখিয়ে নিতে হবে। এবার পরিবেশন পাত্রে সাজিয়ে ফেলুন সালাদ। এটা বানিয়ে রেখে দেওয়া যাবে না, সঙ্গে  সঙ্গেই খেয়ে নিতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা