× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষায় তিন দেশ

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ১৮:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত এ দেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য, কানাডা কিংবা জার্মানি। তবে এর বাইরেও কিছু দেশ রয়েছে যেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের ক্যারিয়ার অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। আজ থাকছে এমন তিনটি দেশের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত তথ্য। লিখেছেন গোলাম কিবরিয়া

বিদেশে উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে ভিন্ন সংস্কৃতি ও স্বতন্ত্র আচারপ্রথার জনগোষ্ঠী। যেখানে সহপাঠী বা সহকর্মীদের মধ্যে ভাষা থেকে শুরু করে বেশভূষায় থাকে যথেষ্ট ভিন্নতা।

রোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা

প্রতি বছর রোমানিয়া সরকার ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকের উচ্চশিক্ষার জন্য এ বৃত্তি দেয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়ার উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোয়ারা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস ইত্যাদি। একজন শিক্ষার্থী রোমানিয়ায় ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি যেকোনো লেভেলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত ৯২ হাজার ৪৫ দশমিক ৬ বর্গমাইলের একটি দেশ। আয়তনে রোমানিয়া ইউরোপের ১২তম বৃহত্তম এবং জনসংখ্যায় ষষ্ঠতম দেশ। বুখারেস্ট রাজধানী ও বৃহত্তম নগরী। ফ্রান্সের রাজধানী প্যারিসের সঙ্গে গঠনশৈলীর বিবেচনায় সামঞ্জস্য থাকায় বুখারেস্টকে অনেকে পূর্ব ইউরোপের প্যারিসও বলে থাকেন। দেশটির উল্লেখযোগ্য নগরীর মধ্যে রয়েছে ব্রাসোভ, ইয়াশ, তিমিশোয়ারা, ক্লুজ নাপোকা, কনস্টান্টা প্রভৃতি উল্লেখযোগ্য। রোমানিয়ার অধিবাসীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষার নাম রোমানিয়ান। দেশটির ৯২ শতাংশ মানুষ এ ভাষায় কথা বলে। তবে দেশটিতে ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। পূর্ব ইউরোপে প্রচলিত ভাষাগুলোর মধ্যে রোমানিয়ান একমাত্র ভাষা, যেটি লাতিন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির অন্তর্ভুক্ত।

সুযোগসুবিধা

  • নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন রেজিস্ট্রেশন ফি
  • সম্পূর্ণ টিউশন ফি
  • বিনামূল্যে আবাসন
  • উপবৃত্তি স্নাতকে ৬৫ ইউরো (মাসে)
  • স্নাতকোত্তরে ৭৫ ইউরো (মাসে)
  • পিএইচডিতে ৮৫ ইউরো (মাসে)

বৃত্তির মেয়াদ

  • স্নাতক ডিগ্রির মেয়াদ থাকবে তিন থেকে ছয় বছর
  • স্নাতকোত্তরে দেড় থেকে দুই বছর
  • পিএইচডির জন্য থাকবে তিন থেকে চার বছর

স্কলারশিপের আবেদন করতে যা প্রয়োজন

  • স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম
  • যে ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম
  • যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি
  • জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি
  • পাসপোর্টের বায়োগ্র্যাফিক্যাল পেজ এবং সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা
  • মেডিকেল সার্টিফিকেট
  • ইউরো পাস ফরম্যাটের সিভি
  • সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • প্রয়োজনে ইংরেজি, ফ্রেঞ্চ বা রোমানিয়ান ভাষার অভিজ্ঞতা সনদ

অধ্যয়নের ক্ষেত্রগুলো

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশু চিকিৎসা।

অধ্যয়নের ভাষা

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়া অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • ইউরোপীয় সদস্যরাষ্ট্র ছাড়া যেকোনো দেশের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ
  • প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না
  • স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩৫ এবং পিএইচডির জন্য ৪৫ বছরের বেশি বয়স অযোগ্যতা বলে বিবেচিত হবে

আবেদনের পদ্ধতি

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে : https://studyinromania.gov.ro/

নিউজিল্যান্ডের ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেয়। এ বৃত্তির নাম ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দেওয়া হয় এ বৃত্তি। ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এ সরকারি বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ১২৮ বছরের ইতিহাসসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়টির রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।

সুযোগসুবিধা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
  • টিউশন ফি মওকুফ করা হবে
  • স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়
  • স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়
  • আবাসনসুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়
  • আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
  • নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নন
  • আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে
  • একাডেমিক ফল ভালো হতে হবে
  • ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে https://www.wgtn.ac.nz/scholarships/current/tongarewa-international-scholarship

ইতালিতে উচ্চশিক্ষা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ সদস্যরাষ্ট্রটিতে রয়েছে বিশ্বের প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে পুরোনো শিক্ষাব্যবস্থার ক্রমাগত উন্নয়নের পটভূমিতে এগুলোয় জমা হয়েছে শত বছরের ঐতিহ্য। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম এবং স্কলারদের অভিজাত ফোরামগুলোয় সুপরিচিত এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষার পাশাপাশি শেনজেনভুক্ত দেশটির যে ক্ষেত্রটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, তা হলো এর পর্যটন। 

অধ্যয়নের জন্য জনপ্রিয় কয়েকটি বিষয়

চারুকলা, ফ্যাশন ডিজাইন, ব্যবসা ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানবিক, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ফাইন্যান্স, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।

আবেদনের উপায়

অন্যান্য শেনজেন দেশের মতো ইতালিও শিক্ষা ক্ষেত্রে দুই সেমিস্টার পদ্ধতি মেনে চলে। প্রথম ভর্তি মৌসুমটি পরিচিত ফল ইনটেক নামে, যার আবেদন কার্যক্রম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যাবতীয় আবেদন শেষে কোর্স আরম্ভ হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে। এ সময়টিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় সর্বাধিকসংখ্যক কোর্সে ছাত্রছাত্রী ভর্তি হয়।

স্প্রিং নামে আরেকটি ইনটেকে আবেদন নেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এগুলোর সময়সীমা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর। এরপর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই ভর্তি শেষ করে কোর্স শুরু করে দেওয়া হয়।

এখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথকভাবে তাদের নিজস্ব ওয়েব পোর্টালে আবেদন করতে হয়। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, খরচসহ সুনির্দিষ্ট ডেডলাইনগুলো ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকে। এখানে খেয়াল রাখা উচিত, একটি বিশ্ববিদ্যালয়ে শুধু একটি বিষয়ে আবেদন জমা দেওয়া যায়।

প্রি-ইনরোলমেন্ট

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির একটি প্রধান বিষয় হলো প্রি-ইনরোলমেন্ট। এটি যেকোনো কোর্সের জন্য আবেদন করার পূর্বশর্ত। এর জন্য শিক্ষার্থীকে ইউনিভার্সইটালি পোর্টালে (https://universitaly-private.cineca.it/index.php/registration/firststep) নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  • অনলাইনে পূরণকৃত পূর্ণ আবেদনপত্র
  • একটি বৈধ পাসপোর্ট
  • বিগত শিক্ষাগত যোগ্যতার নথি

ক. স্নাতক প্রোগ্রামের জন্য হাই স্কুল ডিপ্লোমা বা সমতুল্য সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট

খ. স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

গ. ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতকোত্তরের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্টে


ভাষার দক্ষতা পরীক্ষার ন্যূনতম স্কোর

আইইএলটিএসে ৬ বা টোফেল আইবিটিতে ৫৯

মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোফেল আইবিটি ৭৯

পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোফেল আইবিটি ৯৬

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন পদ্ধতি

দীর্ঘমেয়াদি অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ইতালির টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হয়। ন্যাশনাল ভিসা নামে পরিচিত এ ভিসায় ৯০ দিনের বেশি ইতালিতে বসবাসের অনুমতি লাভ করা যায়। ভিসার মেয়াদ থাকে নির্বাচিত ফুলটাইম স্টাডি প্রোগ্রামের পুরো সময়।

বাংলাদেশি ছাত্রছাত্রীরা ইতালি অভিবাসনের গ্লোবাল পার্টনার ভিএফএসের (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস) মাধ্যমে টাইপ-ডি ভিসায় আবেদন করতে পারবেন। ডাউনলোডের জন্য আবেদন ফর্মটি পাওয়া যাবে এ লিঙ্কে https://visa.vfsglobal.com/one-pager/italy/bangladesh/english/pdf/visa-d...

এটি পূরণের পর প্রিন্ট করে নিজ হাতে সই করতে হবে তারপর এর সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের সংযুক্তিসহ ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা