× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবে কোন অলিম্পিয়াড

শাকিল হোসাইন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৪:১৪ পিএম

কবে কোন অলিম্পিয়াড

বছর ধরেই শিক্ষার্থীদের জন্য নানা ধরনের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। কোনোটা জাতীয়, কোনোটা আন্তর্জাতিক। একেকটার নিয়ম ও সময়সূচিও ভিন্ন। সব অলিম্পিয়াডের খোঁজখবর একনজরে দেখে নিতে আজকের আয়োজন

সাধারণত অলিম্পিয়াড বলতে বোঝায় একটি নির্দিষ্ট একাডেমিক বা বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে সাধারণত একাধিক শিক্ষার্থী বা প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতাগুলো প্রায়ই গণিত, বিজ্ঞান এবং ভাষাশিল্পের মতো বিষয়গুলোয় নিজেদের দক্ষতা এবং জ্ঞান প্রদর্শনের জন্য বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীরা একত্র হয়। অলিম্পিয়াডগুলো আন্তর্জাতিক, জাতীয় বা আঞ্চলিক স্তর, সরকারি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুষ্ঠিত হতে পারে। এতে একাধিক রাউন্ডে প্রতিযোগিতা, লিখিত পরীক্ষা এবং অন্যান্য মূল্যায়ন পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি অলিম্পিয়াড জেতাকে একটি কৃতিত্ব হিসেবে দেখা হয় এবং এটি শিক্ষা বা কর্মজীবনে অগ্রগতির সুযোগ খুলে দিতে পারে। বাংলাদেশে গণিত, বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রোগ্রামিং, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে প্রতি বছর বিভিন্ন অলিম্পিয়াড আয়োজিত হয়।

জাতীয় গণিত উৎসব ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : অনলাইনে প্রথমে বাছাই অলিম্পিয়াডে বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হয়। পরে আঞ্চলিক পর্বে অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৮-১০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সব শেষে জাতীয় পর্বের জন্য লিখিত প্রশ্নের সমাধান করতে হয়। গণিত উৎসব থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই আন্তর্জাতিক গণিত উৎসবের বাংলাদেশ দলে জায়গা করে নেয়।

সময় : ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে : matholympiad.org.bd/

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি (একাদশ-দ্বাদশ শ্রেণি)।

প্রশ্নের ধরন : আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাধারণত ‘সত্য-মিথ্যা’ নির্ধারণী প্রশ্ন আসে। অন্যদিকে জাতীয় পর্বে নৈর্ব্যক্তিক প্রশ্নসহ লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সময় : ফেব্রুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে : registration.bdbo.net/

এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : স্কুল ও কলেজের শিক্ষার্থী, যাদের বয়স ২০-এর কম। প্রশ্নের ধরন : ৪ ঘণ্টায় পাঁচটি প্রশ্নের সমাধান করতে হয়। সময় : মার্চ

বিস্তারিত জানতে : www.apmo-official.org/

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : প্রাইমারি ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : ছয়টি প্রশ্নের লিখিত সমাধান বের করতে হয়।

সময় : এপ্রিল

বিস্তারিত জানতে : egoi.org/

ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : স্কুল ও কলেজের শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : দুই পর্বে ১৫ ও ৭টি গণিতবিষয়ক প্রশ্নের লিখিত সমাধান বের করতে হয়।

সময় : জুলাই

বিস্তারিত জানতে : www.facebook.com/BdMOC

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের শিক্ষার্থী।

পরীক্ষার ধরন : ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, অ্যানালিটিক্যাল, বায়োকেমিস্ট্রি এবং স্পেকট্রোস্কোপি বিষয়ে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির পরীক্ষা।

সময় : জানুয়ারি-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে : www.facebook.com/wholeZone/

বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : হাইস্কুল শিক্ষার্থী। যাদের বয়স ২০-এর কম। অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য।

সময় : জানুয়ারি-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে : olympiad.org.bd/

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : পঞ্চম-ষষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থী, ‘এ’ ক্যাটাগরি, সপ্তম-অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষার্থী; ‘বি’ ক্যাটাগরি, নবম-দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থী; ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থী; ‘ডি’ ক্যাটাগরি।

প্রশ্নের ধরন : পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় উঠে আসে সমস্যা আকারে। একই প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই ভাষায় উল্লেখ করা থাকে।

সময় : অক্টোবর-জানুয়ারি

বিস্তারিত জানতে : bdpho.org/

বাংলাদেশ অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : সপ্তম থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন : নৈর্ব্যক্তিক পাঁচটি প্রশ্ন, লিখিত চারটি প্রশ্ন ও পর্যবেক্ষণমূলক প্রশ্ন আসে।

সময় : মার্চ-এপ্রিল

বিস্তারিত জানতে : bdoaa.org/

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : অষ্টম থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন : পরিবেশবিজ্ঞান ও পৃথিবীবিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়াতে এ অলিম্পিয়াড আয়োজন করা হয়। ৫০-৬০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন থাকে।

সময় : ফেব্রুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে : www.byei.org/neo/

বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : ১৪-১৭ বছর বয়সি যে-কেউ অংশগ্রহণ করতে পারে।

প্রশ্নের ধরন : জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে। প্রথম রাউন্ডে এমসিকিউ, দ্বিতীয় রাউন্ডে কেস স্টাডি, গণিতসহ বিভিন্ন সমস্যা থাকে।

সময় : জুন-জুলাই

বিস্তারিত জানতে : www.facebook.com/BdCSOlympiad/

বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : দ্বাদশ শ্রেণি বা সমমান (পলিটেকনিক চতুর্থ পর্ব পর্যন্ত) পর্যায়ের শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের (এআই) জ্ঞান ও দক্ষতার প্রচার করা এবং আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য দল নির্বাচনে এ অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রাথমিক পর্বে আটটি সমস্যার সমাধান করতে হয়। সমাপনী পর্বে একটি সমস্যার বিস্তারিত সমাধান করতে হয়।

সময় : মার্চ-এপ্রিল

বিস্তারিত জানতে : bdaio.org/

বাংলাদেশ বন্য প্রাণী অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : স্কুল ও কলেজ শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : বন্য প্রাণী সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ অলিম্পিয়াড আয়োজন করা হয়। এমসিকিউ ধরনের প্রশ্ন আসে।

সময় : জুলাই-নভেম্বর

বিস্তারিত জানতে : bfdwlo.org/

বাংলাদেশ ভূগোল অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : স্কুল ও কলেজের শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : ৪০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন।

সময় : জানুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে : www.facebook.com/bdgo.ypn

ইংলিশ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : দ্বিতীয় শ্রেণি থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন : এমসিকিউ ধরনের ৩০টি প্রশ্ন আসে। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা পরীক্ষা করা হয় এ অলিম্পিয়াডের মাধ্যমে।

সময় : ফেব্রুয়ারি-এপ্রিল

বিস্তারিত জানতে : www.englisholympiad.net/

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত।

প্রশ্নের ধরন : আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে এ অলিম্পিয়াডে পরীক্ষা নেওয়া হয়। আইজেএসওতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অনূর্ধ্ব ১৬ বছর বয়সি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। ১২টি লিখিত প্রশ্ন আসে।

সময় : সেপ্টেম্বর-ডিসেম্বর

বিস্তারিত জানতে : bdjso.org/

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : প্রথম থেকে দ্বাদশ শ্রেণি।

প্রশ্নের ধরন : আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশগ্রহণকারী নির্বাচনের জন্য এ অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রতিযোগিতার সময় নির্ধারিত থিমের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যার সমাধান খুঁজতে হয় রোবোটিকসের মাধ্যমে।

সময় : সেপ্টেম্বর-ডিসেম্বর

বিস্তারিত জানতে : bdro.org/

বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

প্রশ্নের ধরন : বহুনির্বাচনি প্রশ্ন আসে।

সময় : জানুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে : www.facebook.com/iqolympiadbd

বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড

অংশগ্রহণকারী : মাধ্যমিক (ও লেভেল) ও উচ্চমাধ্যমিক (এ লেভেল) পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন : আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড ইকোনমিক কাপের অংশগ্রহণকারী নির্বাচিত হয় এ অলিম্পিয়াডের মাধ্যমে। তাই অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে একক ও দলগত বিজনেস কেস সমাধান করতে হয়।

সময় : মে-জুলাই

বিস্তারিত জানতে : www.facebook.com/BdEO.Official

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ

অংশগ্রহণকারী : বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।

প্রশ্নের ধরন : ব্লকচেইন প্রযুক্তিসংক্রান্ত নানা সমস্যার সমাধান করতে হয়।

সময় : ফেব্রুয়ারি-জুন

বিস্তারিত জানতে : bcolbd.org/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা