আনজীর লিটন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১১:৫৯ এএম
আমরা চৈত্র-খরা বিদায় দিলাম
বৈশাখ মাস এলো
ফুল-ফসলের ঘ্রাণে সবাই
নতুন শক্তি পেল।
আমরা বর্ষবরণ উদ্যাপনে
নাগরদোলায় চড়ি
মঙ্গলশোভা যাত্রাকালে
মনের মিলন গড়ি।
আমরা কাঁচা আমের গন্ধ মাখা
রোদ রেখেছি বুকে,
তালপাতাদের ছায়ায় খুঁজি
পান্তা-ইলিশ সুখে।
আমরা একতারা সুর, যাই বহুদূর
দারুণ চলার গতি
মেলার মাঠে আমরা সবাই
রঙিন প্রজাপতি।
আমরা স্রোতের টানে ভাসতে জানি
ভরা নদীর বাঁকে
বাউলা গানে আউলা হব
এবারের বৈশাখে।
আমরা ধুলো ঝেড়ে নতুন করে
স্বপ্ন দেব উড়িয়ে
আমরা জীর্ণ জরা আবর্জনা
এবার দেব গুঁড়িয়ে
আমরা নববর্ষে নতুন আশায়
সুখ ছড়াব প্রাণে
এই পৃথিবী সাজিয়ে দেব
ভালোবাসার টানে।