সেলিম কামাল
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১১:৫৫ এএম
বাংলায় শুরু মাস বোশেখেÑ
আম কুড়োবার দিনে
ঘরে থাকে ব’সে কে?
কড়াতাপ রোদ্দুর এড়িয়েÑ
খোকা খুকু ঘোরে বনে
খাবে আম বেড়িয়ে।
হাঁসফাঁস গরমের এদিনেÑ
একটু আরাম পেতে
তালপাখা নে কিনে।
বোশেখের কড়ারোদে কষ্টÑ
পুকুরে তো হাঁটুপানি
নদীও আড়ষ্ট!
গোসলের পানি নেই, আহা কারÑ
খেয়ে পানি পেটে দাও
থাকবে না হাহাকার!
গরমে আরাম চাই, পাবে কীÑ
পানি ভরা যতো ফল
কিনে কিনে খাবে কি?