জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১১:৫৩ এএম
চৈত্র মেয়ের দু’চোখ জুড়ে জল
কান্নাতে মুখ ভারী-
Ñকী হয়েছে, বল, তাড়াতাড়ি।
বলল মেয়ে, আমার কপাল কাটা
নেই বৃষ্টি, মাঠ ঘাট সব ফাটা
ফসল ক্ষেতে শুধুই আহাজারি
কষ্ট এসব মানতে আমি পারি!
ওঃ বুঝেছি, তোমার অভিমান
যাচ্ছো চলে, বাজছে ধানের গান
একটা বছর পরে হবে দেখা
এই নিয়তির লেখা।
আসছে নতুন। দমকা হাওয়ার দিনÑ
মুছবে গ্লানি। আবারও নবীন
নতুন দিনের বার্তা সবাই পাক
আসুক ফিরে পহেলা বৈশাখ।