× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেয়ার স্ট্রেইটনারের সঠিক ব্যবহার

তাছলিম সিদ্দিক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৩:২২ পিএম

হেয়ার স্ট্রেইটনারের সঠিক ব্যবহার

হেয়ার স্ট্রেইটনার চুল গরম করে এবং সোজা করতে ব্যবহার করা হয়, যা বিভিন্ন ধরনের চুলের স্টাইল তৈরিতে সাহায্য করে। যেমন মসৃণ, সোজা, কার্ল বা ওয়েভ ইত্যাদি। একে ফ্ল্যাট আয়রন বা স্টাইলিং আয়রনও বলা হয়। সঠিক পদ্ধতিতে স্ট্রেইটনার ব্যবহার করা না হলে এর ব্যবহারে চুলের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক স্ট্রেইটনারের সঠিক ব্যবহার।

সঠিক তাপমাত্রা নির্ধারণ

দ্রুত চুল সোজা করার জন্য অনেকেই হেয়ার স্ট্রেইটনারে উচ্চ তাপমাত্রা ব্যবহার করেন। এতে তৎক্ষণাৎ উপকার পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি হতে পারে। চুলের সুরক্ষার ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। চুলের জন্য উপযুক্ত তাপমাত্রা নির্ধারণ করতে খুব সহজ একটি পদ্ধতি রয়েছে। স্ট্রেইটনার দিয়ে চুলের গোড়ালির দিকে টানুন এবং স্পর্শ করে দেখুন তাপমাত্রা ত্বকের জন্য আরামদায়ক কি না। যদি অতিরিক্ত গরম অনুভব করেন, তবে সেটি চুলের জন্য ক্ষতিকর হতে পারে। চুলের ধরন অনুযায়ী সঠিক তাপমাত্রাতেই চুল সোজা করা উচিত। সাধারণত পাতলা চুলের ক্ষেত্রে ১২০-১৪০, মাঝারি চুলের ক্ষেত্রে ১৬০-১৮০ এবং ঘন ও খুব বেশি কোঁকড়া চুলের ক্ষেত্রে ১৮০-২২০ তাপমাত্রা উপযোগী বলে ধরা হয়।

চুল প্যাঁচানো থেকে বিরত থাকা

অনেকে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করে চুল কোঁকড়া করেন। এভাবে কোঁকড়া করার সময় স্ট্রেইটনারের চারপাশে একাধিকবার চুল প্যাঁচানো থেকে বিরত থাকতে হবে। বেশি চাপ প্রয়োগ করে চুলের আগা পর্যন্ত স্ট্রেইটনার ব্যবহার করলেও চুল নিষ্প্রাণ হয়ে যেতে পারে।


ভেজা চুলে স্ট্রেইটনার নয়

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার পাওয়া যায় যেগুলো ভেজা চুলে ব্যবহার করা সম্ভব। ভেজা চুল অতিরিক্ত তাপ ধরে রাখে, যা চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে। তাই একেবারে ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার না করাই ভালো।

স্ট্রেইটনারের আগে হেয়ার ড্রায়ারের ব্যবহার

স্যাঁতসেঁতে বা হালকা ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার করা সম্ভব কি না তা নির্ভর করে স্ট্রেইটনারের ইনফ্রারেড সিস্টেমের ওপর। তবু মনে রাখতে হবে, চুল শুকানোর জন্য স্ট্রেইটনার ব্যবহার করা সঠিক নয়। স্ট্রেইটনার ব্যবহারের আগে হেয়ার ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নিন। এতে চুল সুরক্ষিত থাকবে।

থারমাল প্রোটেক্টর ব্যবহার

স্ট্রেইটনার ব্যবহারের আগে থারমাল প্রোটেক্টর ব্যবহার না করলে বা অতিরিক্ত প্রয়োগ করলে চুলের ক্ষতি হতে পারে। চুল গরমের অতিরিক্ত প্রভাব থেকে রক্ষা করতে স্প্রে প্রোটেক্টর ব্যবহার করা উত্তম। তবে অতিরিক্ত প্রোটেক্টর প্রয়োগে চুল ভেজা হয়ে যায়, যা আবার চুলের জন্য ক্ষতিকর। স্ট্রেইট করার আগে চুলে পরিমিত পরিমাণে প্রোটেক্টর নিন।

কতবার ব্যবহার করা যাবে

যাদের চুল সোজা, তাদের সাধারণত একবার স্ট্রেইটনার টানলেই চুল সোজা হয়ে যায়। যাদের চুল কোঁকড়ানো, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ দু-তিনবার স্ট্রেইটনার টানা ভালো। যদি দ্বিতীয়বারে চুল সোজা না হয়, তবে চুল ঠান্ডা হতে দিন এবং এরপর পুনরায় স্ট্রেইটনার ব্যবহার করুন।

পরিষ্কারের উপায়

শুধু ব্যবহার করলেই হবে না, স্ট্রেইটনার সঠিকভাবে সংরক্ষণও করতে হবে। মিথাইলেটেড স্পিরিট ও তুলার সাহায্যে আয়রন মাঝেমধ্যে পরিষ্কার করুন। ব্যবহারের পর হেয়ার স্ট্রেইটনার একটি থারমাল ব্যাগে রাখুন, যা তাপমাত্রা সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি স্ট্রেইটনারের আয়ুষ্কাল বৃদ্ধি করবে এবং সুরক্ষিতভাবে সংরক্ষণ নিশ্চিত করবে।

বর্তমানে বাজারদর ও ব্র্যান্ডভেদে নানা রকমের হেয়ার স্ট্রেইটনার দেখা যায়, অনেক ক্ষেত্রে এগুলো চুলের ধরন এবং চুলে কী কাজে ব্যবহার হবে তার ওপর নির্ভর করেও বানানো হচ্ছে। তবে নিরাপদ চুলের জন্য ভালো মানের স্ট্রেইটনার ব্যবহার করা সব থেকে ভালো।


মডেল : বীনায়ারা বীনা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা