সাদিয়া মোস্তফা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম
পছন্দের ঈদের পোশাক কেনাকাটা তো চলছেই। সঙ্গে সাজসজ্জার অনুষঙ্গও নিশ্চয়ই বাছাই করে ফেলেছেন। কীভাবে সাজবেন, কোন পোশাক পরবেন, কীভাবে মেহেদি লাগাবেন এসব নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা শুরু হয়ে গেছে। পোশাকের সঙ্গে মানিয়ে কোন ব্যাগটি বাছাই করবেন সেটা কি ভেবেছেন? এবারের ঈদে কোন ব্যাগটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চলুন আলোচনা করা যাক।
হ্যান্ডব্যাগ
ঈদে আপনি যদি থ্রি পিস বা শাড়ি পরেন, তবে তার সঙ্গে মিলিয়ে হ্যান্ডব্যাগ নিতে পারেন। এটি যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যায়, এ ধরনের ব্যাগ কেনার প্রতি তরুণীদের ঝোঁক বেশি। লেদার, কাপড়সহ বিভিন্ন ডিজাইন ও আকারেই হ্যান্ডব্যাগ পাওয়া যায়। এ ব্যাগগুলো যেকোনো পোশাক যেমন শাড়ি, সালোয়ার-কামিজ, জিন্স, টপস, লং কোট, ব্লেজারের সঙ্গেই মানিয়ে যায়।
বটুয়া বা ক্লাচ ব্যাগ
প্রতি বছর ঈদে সবাই শাড়ির সঙ্গে মিলিয়ে ক্লাচ ব্যাগগুলো নিয়ে থাকেন। এ ব্যাগগুলো সব সময়ই ডিমান্ডেবল। ঈদ, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে ব্যাগটি নজর কাড়ে। সাধারণত বটুয়াতে কাপড়ের ওপর চুমকি, পুঁতি-পাথর দিয়ে ডিজাইন করা হয়। গর্জিয়াস শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে বেশ মানিয়ে যায় বটুয়া। দেয় ক্লাসি ও ফেস্টিভ লুক।
বিডস ব্যাগ
ঈদ ফ্যাশনে বিডস ব্যাগের ব্যবহার বেশ লক্ষণীয়। শাড়ি, সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্নের সঙ্গেও এটি মানিয়ে যায়। এটি দেখতে যেমন সুন্দর, তেমনই ব্যবহারেও ঝামেলা নেই। তবে এ ব্যাগগুলো সাইজে ছোট হওয়ায় খুব বেশি জিনিস নেওয়া যায় না। ঈদের দিন সালামি ও মোবাইল ক্যারি করার জন পারফেক্ট ব্যাগ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন বিডস ব্যাগ।
সিকুইন ক্লচ
যেকোনো পার্টি ড্রেসের সঙ্গে সিকুইন ক্লচ ঘরানার ব্যাগ বেশ মানানসই। এ ব্যাগগুলোর বেশিরভাগই জরি, সুতা, পুঁতি-পাথর ও সিকুইনের হয় বলে আলোতে চকচক করে ওঠে। এ ধরনের একটি ব্যাগ হাতে থাকা মানে ভিড়ের মধ্যেও আপনি আলাদাভাবে নজর কাড়বেন।
স্লিং ব্যাগ
এ ধরনের ব্যাগ সাধারণত ভারী কোনো শাড়ি যেমন খাদি শাড়ি, জামদানি শাড়ি, কোটা শাড়ি এসবের সঙ্গে বেশ মানিয়ে যায়। শাড়ির সঙ্গে এ ধরনের ব্যাগ সহজেই ক্যারি করতে পারেন। এতে শাড়ির সঙ্গে ফিউশন লুক আসে সহজেই।
পার্টি পার্স
ঈদের দিন সন্ধ্যায় যদি জমকালো কোনো অনুষ্ঠানে যান তাহলে শাড়ির সঙ্গে ক্লাচ বা পার্স নিতে পারেন। এতে ফ্যাশনেবল লুক আসবে আর ব্যাগ বহন করার ঝক্কিও পোহাতে হবে না। এ ব্যাগ একটু ভারী নকশার শাড়ির সঙ্গে মানায়। তবে ফরমাল কোনো জায়গায় এ ধরনের ব্যাগ না নেওয়াই ভালো। এখন বাজারে বিভিন্ন নকশার ও রঙের ক্লাচ বা পার্স পাওয়া যায়।
মিনাউদিরে
তারকাদের অন্যতম পছন্দ মিনাউদিরে ব্যাগ। ব্যাগটি আকারে ছোট হলেও এর নকশা বেশ ভারী ও জমকালো হয়। সাধারণত ওয়েস্টার্ন ও গাউন টাইপ পোশাকের সঙ্গে এটি মানানসই এবং পার্টি ও জমকালো আয়োজনে এর চল বেশি। ফ্যাশনেবল সেই সঙ্গে আভিজাত্যপূর্ণ তো বটেই। অনেকে শাড়ির সঙ্গেও এ ব্যাগ নিয়ে থাকেন।
রিস্টাইল ব্যাগ
ওয়েস্টার্ন পোশাকের জন্য সব থেকে উপযোগী হলো রিস্টাইল ব্যাগ। এতে মেকআপ ম্যাটারিয়াল ইজিলি ক্যারি করা যায়। সাধারণত এ ব্যাগ কাপড়, রেকসিন ও লেদারের হয়ে থাকে। বিভিন্ন নকশায় এ ব্যাগ পাওয়া যায়, তবে তরুণীরা সব থেকে বেশি ব্যবহার করেন ফ্লাওয়ার মোটিফের ব্যাগগুলো।
হোবো ব্যাগ
জমকালো পোশাকের বদলে সাদাসিধে পোশাকের সঙ্গে হোবো ব্যাগ বহন করলে বেশ মানায়। দেখতে সিম্পল হলেও স্টাইলিশ লুক এনে দিতে এ ব্যাগের জুড়ি নেই। সাধারণত ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে এ ব্যাগ বেশি মানায়।
ছবি : রঙ বাংলাদেশ, প্যাস্টেলস বাই রঙতরু