× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেয়াল সাজাই মনের খেয়ালে

লাবিবা ইরম

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৩:৪১ পিএম

দেয়াল সাজাই মনের খেয়ালে

দেয়ালের সাজসজ্জার সঙ্গে মানসিক শান্তিরও একটা সংযোগ আছে। দেয়াল প্রাণবন্ত করে সাজালে মন যেমন ভালো থাকে তেমন ছোট্ট একটু ঘরকেও অনেক বড় মনে হতে পারে। চলুন আজ জেনে নিই কীভাবে আপনার ঘরের সাদামাটা দেয়াল রঙিন, জীবন্ত ও প্রাণবন্ত করে তুলতে পারেন।

স্টেনসিল প্যাটার্ন দেয়াল

বর্তমানে দেয়াল সাজানোর একটি দারুণ উপায় হলো স্টেনসিল দিয়ে বিভিন্ন ডিজাইন ও প্যাটার্ন। সাধারণত ঘরের একটি বা দুটি দেয়ালে এমন ডিজাইন করলেই ভালো লাগে। ছোট ছোট মোটিফ হলে পুরো ঘরেও করা যায়। দেয়ালের রঙ যারা করে তারাই এ সার্ভিস এখন দিয়ে থাকে। তা ছাড়া এখন বিভিন্ন ক্রাফটস শপে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন ডিজাইনে স্টেনসিল পাওয়া যায়। নিজের পছন্দমতো ডিজাইনেও বানিয়ে নিতে পারবেন এসব দোকান থেকে। স্টেনসিলে ওয়াল পেইন্ট দিয়ে রোলার দিয়ে নিজেও ডিজাইন করে নিতে পারবেন নিজের ঘরেই। সাধারণত ছোট ফুলের মোটিফ, অ্যাবস্ট্রাকট ডিজাইন, অ্যারাবিক প্যাটার্ন এ রকম নানা ধরনের ডিজাইন বেশ জনপ্রিয়। এগুলো দেয়াল সাজানোর সঠিক কালার কম্বিনেশন করলে বেশ এলিগেন্ট লুক এনে দেয়। স্টেনসিল সর্বনিম্ন ৩০ থেকে ৫০০ টাকার মাঝেই সাধারণত পাওয়া যায়। আর রঙের দোকানে রোলার, ওয়াল পেইন্ট পাওয়া যাবে সহজেই।

ওয়ালপেপারে দেয়ালসজ্জা

স্টেনসিলের কষ্ট করতে না চাইলে আরও সহজ সমাধান আছে বর্তমানে, আর তা হলো স্টিকি ওয়ালপেপার। এগুলো সাধারণত একপাশে আঠা লাগানো থাকে, আরেক পাশে থাকে ডিজাইন। থ্রিডি, ফয়েল, অ্যামবুশ, প্রিন্টেড, মারবেল, টিলস স্টাইল ইত্যাদি ধরনের ডিজাইন বেশ জনপ্রিয়। এগুলো সাধারণত হার্ডওয়্যার বা ওয়ালপেইন্টের দোকানে পাওয়া যায়। এগুলো সাধারণত প্রতি মিটার বা বর্গফুট হিসেবে বিক্রি হয়। অনলাইনের কিছু কিছু শপে পিস হিসেবেও সেল করা হয়। কোয়ালিটি ও ডিজাইন অনুযায়ী ৫০০ থেকে ৪-৫ হাজার টাকাও হতে পারে।

হ্যান্ডপেইন্টে শৈল্পিক দেয়াল

শিল্পীদের হাতে আঁকা ছবিতে যেন জীবন্ত হয়ে ওঠে ইট-সিমেন্টের দেয়াল। বিভিন্ন আলপনায় ফুটে ওঠে নানা শৈল্পিকতা। বর্তমানে দেয়ালে হ্যান্ডপেইন্টও বেশ জনপ্রিয় হয়ে উঠছে শিল্পমনা মানুষের মাঝে। কেউ কেউ নিজেই আঁকেন, কেউ কেউ প্রফেশনাল শিল্পীকে দিয়েও আঁকিয়ে থাকেন। এ ছাড়া বিভিন্ন শিল্পীর আঁকা ছবি বা নিজে এঁকে ফ্রেম আকারে বাঁধিয়েও সাজিয়ে ফেলতে পারেন দেয়াল।

ফটোফ্রেম

বহু বছর ধরে দেয়াল সাজানোর একটি জনপ্রিয় উপায় হলো ফটোফ্রেম ওয়াল। নিজের ও পরিবারের প্রিয় মুহূর্তের ছবি ফ্রেমিং করে একটি ওয়ালে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। বর্তমানে বিভিন্ন অনলাইন ও অফলাইন হোম ডেকোর পেজগুলোতে নানানরকম নান্দনিক ফটোফ্রেম পাওয়া যায়। সিঙ্গেল অথবা অনেক ছবিও একসঙ্গে রাখার সঙ্গে দারুণ সব ডিজাইনে এ ফটোফ্রেমগুলো দেয়ালের শোভা বাড়ানোর পাশাপাশি আপনাকে আপনার প্রিয় মুহূর্তগুলো মনে করিয়ে দেবে যেকোনো সময়।

নান্দনিক আয়নায় দেয়ালের শোভা

বর্তমানে আরেকটি জনপ্রিয় দেয়ালসজ্জা হলো নান্দনিক আয়না। ছোটবড় নানা ডিজাইনের এসব আয়নায় দেয়াল সাজালে অন্যরকম সুন্দর লাগে। করিডর বা সিঁড়ির কাছের স্পেসেও আয়না লাগালে চমৎকার লাগে দেখতে। তা ছাড়া এখন লিপ্পান আর্ট মিরর খুব ট্রেন্ডি। এগুলো ছোটবড় নানা সাইজের ও আকৃতির আয়না এবং ক্লে দিয়ে রঙ করে নানান নকশায় সাজিয়ে বানানো হয়। এ ছাড়া আছে পোড়ামাটি বা টেরাকোটার নান্দনিক সব নকশার ফ্রেমে আয়না, কাঠের ফ্রেমের বিভিন্ন ডিজাইনের আয়না।

প্রাকৃতিক সাজে দেয়াল

ঘরের মাঝে একটু সবুজ প্রকৃতির ছোঁয়া থাকলে যেমন পরিবেশ সুন্দর থাকে তেমনই মনটাও বেশ ফ্রেশ হয়। সেদিকে লক্ষ রেখেই প্রকৃতিপ্রেমীদের জন্য ইনডোর প্লান্ট দিয়ে দেয়াল সাজাতে বর্তমানে পাওয়া যায় নানা ডিজাইনের ইনডোর প্লান্ট ওয়াল হ্যাঙ্গিং শেলফ। ডিজাইনের সঙ্গে সঙ্গে প্রকৃতির ছোঁয়াও পাওয়া যায়। এ ছাড়া এসব প্লান্টারে আর্টিফিশিয়াল ফুল বা গাছ দিয়েও সাজিয়ে ফেলতে পারবেন। সাইজ ও ডিজাইনভেদে ২৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যেই দারুণ সব প্লান্টার হ্যাঙ্গিং পাওয়া যায়।

হাতে তৈরি কুটিরশিল্প

নিজ হাতে তৈরি অথবা কুটিরশিল্পের নানা জিনিস দিয়ে দেয়ালের সাজও বর্তমানে বেশ জনপ্রিয়। সেই সঙ্গে এটি ঘরে দে‌শি একটা আবহ তৈরি করে। বাঁশ, বেত, নারকেলের খোসাসহ নানা জিনিসে তৈরি শোপিস, ঝুড়ি, প্লেট ইত্যাদি দিয়ে বর্তমানে দেয়াল সাজানো হয়। সঙ্গে নানা রঙের লাইট রাতের বেলায় ঝলমলে একটি আবহ তৈরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা