× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ নারী পেলেন উইমেন ট্রান্সফর্মিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ২১:৩৭ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ২১:৪০ পিএম

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারীকে জেসিআই ঢাকা মেট্রো 'উইমেন ট্রান্সফর্মিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস ২০২৫'- এ ভূষিত করেছে

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারীকে জেসিআই ঢাকা মেট্রো 'উইমেন ট্রান্সফর্মিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস ২০২৫'- এ ভূষিত করেছে

নারীদেরকে ঘরে ও বাইরে প্রতিদিন হাজারটা বাধার সম্মুখীন হতে হয়। তবুও তারা মাথা উঁচু করে উঠে দাঁড়াতে জানে। সমাজে নিজের অবস্থান তৈরী করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পিছপা হয় না একজন সাহসী নারী। প্রতিকূলতা ও চ্যালেঞ্জ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে এবার পাঁচজন নারীকে জেসিআই ঢাকা মেট্রো 'উইমেন ট্রান্সফর্মিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস ২০২৫'- এ ভূষিত করেছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠান অদম্য এই পাঁচ নারীর হাতে পুরস্কার তুলে দেন জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান। পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন- নাজ আফরিন ইয়াসমিন (উদ্যোক্তা), জিনাত আরা হক (নারী অধিকার কর্মী), ইসরাত জাহান উর্মি (লেখক ও সাংবাদিক), ড. মারুফ সুলতানা (বিজ্ঞানী), অধ্যাপক মুশফিকা রহমান (গবেষক)।  সম্মাননা পাওয়া পাঁচ নারী জেসিআই ঢাকা মেট্রোর এই উদ্যোগকে স্বাগত জানান।  তারা বলেন, নারীর এগিয়ে চলার পথে এমন উদ্যোগ সবাইকে আরো অনুপ্রাণিত করবে আত্মনির্ভরশীল হতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেসিআই ঢাকা মেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মঞ্জুরুল হক, ভাইস প্রেসিডেন্ট ফারজানা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা সঙ্গীতা, লোকাল সেক্রেটারি জেনারেল আকতার হোসাইন, পাস্ট লোকাল প্রেসিডেন্ট সানামা ফায়েজ, হিসাবরক্ষক আবদুল্লাহ হোসেন, পরিচালক নাভিদ চৌধুরী ও নিয়ামুল হক। 

পুরস্কার পাওয়া অদম্য নারী নাজ আফরিন ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান

জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান বলেন, নারীর সচ্ছলতার মূল হলো আত্নকর্মসংস্থান। কিন্তু সেই কর্মস্থলেও দেখা যায় বৈষম্য। কর্মস্থলে কাজের সমান সুযোগ, নিরাপদ পরিবহন ব্যবস্থা,কাজের নিরাপত্তা ও সমন্বয় অধিকাংশ ক্ষেত্রেই এর অভাব পরিলক্ষিত হয়। পারিবারিক ও সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষক,ইঞ্জিনিয়ার, প্রশাসন, ডাক্তার,সমাজসেবী, ব্যাংকার, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনে নারী দারুন প্রতিভার পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে নারী নিজের অর্থনৈতিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক চাকাও সচল করছে।' তিনি আরো বলেন, জেসিআই ঢাকা মেট্রোর পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সর্বস্তরে সমানাধিকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।' 

প্ল্যাটিনাম গ্ৰুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির ইভেন্ট ডিরেক্টর হিসেবে ছিলেন অপরাজিতা সঙ্গীতা এবং আহবায়ক ছিলেন নাভিদ চৌধুরী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা