সানজিদা ইমু
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১০:৩৬ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম। গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা, তুলনামূলকভাবে কম টিউশন ফি এবং উদ্ভাবনী পাঠপ্রণালির কারণে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। ডেনমার্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী তাদের মানসম্মত শিক্ষাদান, গবেষণার সুযোগ এবং সৃজনশীলতা উৎসাহিত করার জন্য সুপরিচিত।
দেশটির রাজধানী কোপেনহেগেন ও ব্যবহৃত মুদ্রা ড্যানিশ ক্রোনা। এখানে সরকারি ভাষা ড্যানিশ হলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইংরেজিতে কোর্স প্রদান করে। প্রতি বছর ১৮ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে আসেন। ভালো CGPA এবং IELTS স্কোর থাকলেই এখানে পড়ার সুযোগ পাওয়া সহজ হয়ে যায়।
ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে। উন্নত গবেষণা, মুক্তচিন্তার পরিবেশ এবং বাস্তবভিত্তিক শিক্ষাদান পদ্ধতির কারণে ডেনমার্ক শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আজ আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেনমার্কের সেরা ছয়টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব।
১. কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ডেনমার্কের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত প্রাচীন এ বিশ্ববিদ্যালয় ১৪৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে এটি দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। চমৎকার গবেষণা ও শিক্ষার জন্য সুপরিচিত এ বিশ্ববিদ্যালয়টি ২০২১ সালের টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে ৮৪তম স্থান দখল করেছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রোগ্রাম থেকে শুরু করে ৪৯টি প্রোগ্রাম অফার করে। এদিকে, এ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ কোর্স ড্যানিশ ভাষায় পড়ানো হয়, ইংরেজি কোর্স মাত্র কয়েকটি।
২. আরহুস ইউনিভার্সিটি
১৯২৮ সালে ডেনমার্ক অঞ্চলের আরহাস শহরে একটি অলাভজনক পাবলিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আরহুস ইউনিভার্সিটি। আরহাস ডেনমার্কের জুটল্যান্ড উপদ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত একটি শহর এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি শহরের কেন্দ্রে অবস্থিত। একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি আরহাস একটি বিশ্ববিদ্যালয় যা তার শিল্প বিষয়গুলোর জন্য সুপরিচিত।
মূলত ডেনমার্কের এ শীর্ষ বিশ্ববিদ্যালয়টি ইংরেজিতে শেখানো ২২৯টির বেশি কোর্স অফার করে। ড্যানিশ গ্রিনকার্ড প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের তাদের ডিগ্রি শেষ হওয়ার পরে ছয় মাস পর্যন্ত ডেনমার্কে থাকার অনুমতি দেয়।
৩. ডেনমার্কের প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়
ডেনমার্কস টেকনিস্কে ইউনিভার্সিটি (ডিটিইউ) হলো ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটি কোপেনহেগেন থেকে ১২ কিলোমিটার উত্তরে ডেনমার্কের কঙ্গেন্স লিংগবিতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮২৯ সালে হ্যান্স ক্রিশ্চিয়ান অর্স্টেডের উদ্যোগে ডেনমার্কের প্রথম পলিটেকনিক হিসেবে তৈরি করা হয়েছিল এবং এটি এখন ইউরোপের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি ২০০৭ সালে অন্য পাঁচটি গবেষণাকেন্দ্রের সঙ্গে একীভূত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি মূলত স্নাতক কোর্স অফার করে, যা ড্যানিশ বা ইংরেজিতে পড়ানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি ৩২টি মাস্টার্স প্রোগ্রাম অফার করে, যা আধুনিক প্রকৌশলের ওপর দৃষ্টি নিবদ্ধ করে সম্পূর্ণ ইংরেজিতে পড়ানো হয়।
ইউরোটেক বিশ্ববিদ্যালয়গুলো DTU, École Polytechnique de Paris, École Polytechnique Fédérale de Lausanne, Eindhoven University of Technology, Technical University of Munich, and Technion