মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৩:১৬ পিএম
শিবরাম চক্রবর্তী কোথাও উপস্থিত হলে গল্প বলে আসর মাতিয়ে তুলতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা। ইউরোপে হিটলারের জয়জয়কার অবস্থা। শিবরাম একদিন আড্ডার আসরে এসে হঠাৎ বললেন, জানেন তো, শুনলাম হিটলার ইংলিশ চ্যানেলটা বরফ দিয়ে মুড়ে দেবেন। এরপর তার ওপর দিয়ে ইংল্যান্ডে সেনা পাঠাবেন। এ কথা শুনে আসরের একজন প্রশ্ন করলেন, হিটলার অত বরফ পাবেন কোথা থেকে? শিবরাম বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন, কেন, একটা বিখ্যাত ব্রিটিশ কোম্পানিই তো কনট্রাক্ট নিচ্ছে। বিজনেস ইজ বিজনেস। ওরা তো জাত ব্যবসায়ী। ব্যবসাটা কিন্তু ওরা দারুণ বোঝে। শ্রোতারা তখন বুঝে গেলেন গল্পটা শিবরামের বানানো, তখন তারা হো হো করে হেসে উঠলেন।
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা