প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম
ছবি - আজরান
পুরুষদের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আজরান। এবারের ঈদকে ঘিরে আজরান নিয়ে এলো এক্সক্লুসিভ মেনজ কালেকশন, যা ফ্যাশন স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলবে।
‘আজরান’ আনজারা বাংলাদেশ লিমিটেডের সিস্টার কনসার্ন ব্র্যান্ড। এই ব্র্যান্ডে এখন পাওয়া যাচ্ছে প্রিমিয়াম পাঞ্জাবি, শেরওয়ানি, ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট, কোটি সেট, বিশেষ উৎসবকে ঘিরে পাঞ্জাবি, এবং এক্সক্লুসিভ ব্রাইডাল হ্যান্ড-ক্রাফটেড পিউর লেদার সু।
আজরান এর পাঞ্জাবি কালেকশনগুলো তৈরি করা হয়েছে প্রিমিয়াম কটন, সিল্ক, রিমি কটন,তসর এবং লেলান কটন দিয়ে এবং এতে রয়েছে রেশম, সিকুইন, কাট দানা, জারদোজি, মিরর ওয়ার্ক, স্প্রিং ওয়ার্ক এবং গোট্টা পট্টি এমব্রয়ডারি। কাপড় ও কাজের মান বিবেচনা করলে আজরানের পোশাকের মূল্য খুব বেশি নয়। এগুলোর দাম শুরু হয়েছে মাত্র ৪,৫০০ টাকা থেকে। শেরওয়ানিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার বিশেষ দিনে আপনাকে দিবে রাজকীয় লুক। মূল্য শুরু হয়েছে ১০,৫০০ টাকা থেকে।
আজরান এর ইন্দো-ওয়েস্টার্ন কালেকশনগুলো যে কোনো পার্টি, উৎসব এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর জন্য উপযুক্ত, যেখানে আপনি পাবেন সেরা মানের কাপড়ের সাথে আধুনিক ডিজাইন। ব্রাইডাল সু গুলো হ্যান্ডক্রাফটেড পিউর লেদার দিয়ে তৈরি, যার দাম শুরু ১০,৫০০ টাকা থেকে।
দারুণ দারুণ এই কালেকশনগুলো লুফে নেয়ার সুযোগ হারাতে না চাইলে আজই চলে আসুন আজরান এ! জমিয়ে ফেলুন দারুণ দারুণ মুহূর্তগুলো!
আমাদের ঠিকানা : আজরান, বাড়ি - ৪৩, ব্লক-এফ, রোড - ৪, বনানী।
ফেইসবুক পেইজ : AZRAN